কলঙ্কিত রাজাকে টিকিট দিল ডিএমকে, দয়ানিধিকেও

টু-জি কেলেঙ্কারিতে জড়িয়ে পদ খোয়াতে হয়েছিল ইউপিএ সরকারের টেলিকম মন্ত্রী আন্দিমুতু রাজাকে। জেলেও যেতে হয়। সেই তাঁকেই ফের নীলগিরি আসন থেকে লোকসভা ভোটে দাঁড় করাচ্ছে ডিএমকে। এর জেরে দলের অন্দরেই একাংশ ক্ষোভ প্রকাশ করেছে। যদিও প্রকাশ্যে কিছু বলেনি কেউ। দুর্নীতিতে জড়িয়ে মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়া দয়ানিধি মারণকে চেন্নাই সেন্ট্রাল থেকে টিকিট দিয়েছে ডিএমকে। ২০০৯ সালের লোকসভা ভোটেও চেন্নাই সেন্ট্রাল থেকে লড়েছিলেন তিনি। আর এক হেভিওয়েট টি আর বালু লড়বেন তাঞ্জাবুর থেকে। রাজ্যের ৩৫টি আসন ছাড়াও পন্ডিচেরির একটি আসনে প্রার্থী দিয়েছে ডিএমকে।
প্রসঙ্গত, সিপিআই এর আগে বলেছিল, তারা ডিএমকে-র সঙ্গে ভোটে লড়বে জোট বেঁধে। কিন্তু কিছুই বাস্তবায়িত হয়নি। এ নিয়ে করুণানিধিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সিপিআই আর কিছু জানায়নি। ফলে প্রার্থী ঘোষণা করতে বাধ্য হল ডিএমকে।
এদিকে, করুণানিধির বড় ছেলে এম কে আলাগিরিকে প্রার্থী করেনি ডিএমকে। তাঁকে কিছুদিন আগেই দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। ক্ষুব্ধ আলাগিরি ইঙ্গিত দিয়েছেন, তিনি আলাদা দল গঠন করবেন। ফলে তামিলনাড়ুর রাজনীতিতে আরও মেরুকরণ আসতে চলেছে।