For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী সুনামির মধ্যেই ডিএমকে-ঝড় তামিলনাড়ুতে, উল্টো ফলে ‘পরিবর্তনে’র বার্তা

কংগ্রেস ও তাদের সমস্ত জোট সঙ্গীরা যখন লোকসভা ভোটে ধরাশায়ী হয়েছে, তখন তামিলনাড়ুতে ডিএমকে চমকে দিল নির্বাচনী ফলে।

Google Oneindia Bengali News

কংগ্রেস ও তাদের সমস্ত জোট সঙ্গীরা যখন লোকসভা ভোটে ধরাশায়ী হয়েছে, তখন তামিলনাড়ুতে ডিএমকে চমকে দিল নির্বাচনী ফলে। তামিলনাড়ুতে বিজেপির জোট-সঙ্গী শাসক এআইএডিএমকে তারা গোহারা হারিয়ে দিল। তামিলনাড়ুর ৩৮টি আসনের মধ্যে ডিএমকে ও কংগ্রেস জোট ৩৬টি আসনে পর্যাপ্ত প্রাধান্য নিয়ে এগিয়ে রয়েছে। এই রাজ্যে মাত্র দুটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি জোট।

মোদী সুনামির মধ্যেই ডিএমকে-ঝড় তামিলনাড়ুতে, উল্টো ফলে ‘পরিবর্তনে’র বার্তা

এবার তামিলনাড়ু থেকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীর নাম প্রস্তাব করেছিলেন ডিএমকে প্রধান স্ট্যালিন। ভোটের আগে তা নিয়ে বিতর্কও বাধে। এরপর ডিএমকের সঙ্গে জোট করে কংগ্রেস এই রাজ্যে লড়াই করে বিজেপি ও এআইএডিএমকে জোটের বিরুদ্ধে। অন্য রাজ্যে কংগ্রেস ধাক্কা খেলেও, তামিলনাড়ুতে ডিএমকের নেতৃত্বে কংগ্রেস এখানে অনেক ভালো ফল করে এবার।

[আরও পড়ুন: তেলেঙ্গানায় গড় সামলালেন চন্দ্রশেখর, কংগ্রেস-বিজেপি-র টাফ ফাইট ][আরও পড়ুন: তেলেঙ্গানায় গড় সামলালেন চন্দ্রশেখর, কংগ্রেস-বিজেপি-র টাফ ফাইট ]

তামিলনাড়ুতে জয়ললিতার প্রয়াণের পর এআইএডিএমকে ভেঙে গিয়েছে। যদিও এআইএডিএমকেই এখন ক্ষমতায়। রাজ্যে শাসক দলের সঙ্গে জোট বাধে বিজেপি। বিজেপির সেই জোটের বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের জোট ভালো ফল করে। ডিএমকে দারুন ফল করে এই রাজ্যে এবার ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়েছে। তামিলনাড়ুতে ডিএমকে জিতলেও অবশ্য তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নেতৃত্বে দেশে গোহারা হয়েছে কংগ্রেস।

English summary
DMK gets great victory in Tamilnadu in Lok Sabha Election 2019 and DMK and Congress alliance wins in 36 seats out of 38.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X