For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্থিতিশীল করুণানিধি! হাসপাতাল ছাড়লেন পরিবার ও দলের কর্মী-সমর্থকরা

করুণানিধির স্বাস্থ্যের উন্নতি হয়েছে। এমনটাই জানিয়েছেন তাঁর ছেলে তথা ডিএমকে নেতা এমকে স্ট্যালিন। অসুস্থতার জেরে মধ্যরাতে করুণানিধিকে চেন্নাইয়ের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল।

  • |
Google Oneindia Bengali News

করুণানিধির স্বাস্থ্যের উন্নতি হয়েছে। এমনটাই জানিয়েছেন তাঁর ছেলে তথা ডিএমকে নেতা এমকে স্ট্যালিন। অসুস্থতার জেরে মধ্যরাতে করুণানিধিকে চেন্নাইয়ের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। এমকে স্ট্যালিন দলের কর্মী-সমর্থকদের কোনওরকম গুজবে কান না দিতে অনুরোধ করেছেন।

স্থিতিশীল করুণানিধি

স্থিতিশীল করুণানিধি

করুণানিধির পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে ৯৪ বছরের বর্ষীয়ান এই নেতার শারীরিক পরিস্থিতি হঠাৎই খারাপ হয়। রক্তচাপ নেমে যাওয়ার কারণেই এই অবনতি বলে জানা গিয়েছে। পরিবারের তরফে ছেলে এমকে স্ট্যালিন, এমকে আলাগিরি, মেয়ে কানিমোঝি এবং ডিএমকে-র শীর্ষ নেতারা বাড়িতে ছুটে যান। তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ রাজাও পরে জানিয়েছেন, করুণানিধি আপাতত বিপদমুক্ত।

রাতে হাসপাতালে ভর্তি করুণানিধি

রাত আড়াটে নাগাদ হাসপাতালের পক্ষ থেকে দেওয়া স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্টে বলা হয়েছে, রাত দেড়টা নাগাদ রক্তচাপ নেমে যাওয়ার কারণে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের রিপোর্ট

হাসপাতালের এগজিকিউটিভ ডিরেক্টর চিকিৎসক অরভিন্দন সেলভারাজ জানিয়েছেন, মেডিক্যাল ম্যানেজমেন্টের মাধ্যমে করুণানিধির রক্তচাপ স্বাভাবিক করা হয়েছে। তাঁর স্বাস্থের ওপর নজর রাখা হচ্ছে।

দলের কর্মী-সমর্থকদের কাছে এমকে স্ট্যালিনের আবেদন

দলের কর্মী-সমর্থকদের কাছে এমকে স্ট্যালিনের আবেদন

করুণানিধির ছেলে এমকে স্ট্যালিন এক আবেদনে বলেছেন, তাঁর বাবার শারীরিক উন্নতি হয়েছে। দলের কর্মী সমর্থকদের কাছে তাঁর আবেদন, তাঁর বাবাকে দেখতে আসার প্রয়োজন নেই। দলের কর্মী সমর্থকরা গোপালাপুরমের বাড়ির পাশাপাশি কাভেরী হাসপাতালের সামনেও ভিড় জমান।

তামিলনাড়ুর পাঁচবারের মুখ্যমন্ত্রী এর আগেও দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সম্প্রতি প্রকাশ্যেও দেখা যাচ্ছিল তাঁকে।

English summary
DMK Chief M Karunanidhi Hospitalised in Chennai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X