For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় জোর লড়াই! অথচ তামিলনাড়ুতে নিঃশব্দে জোট বাম-কংগ্রেসের

তামিলনাড়ুতে ডিএমকে-র নেতৃত্বে জোট ঘোষণা করে ফেলল কংগ্রেস ও সিপিএম।

  • |
Google Oneindia Bengali News

তামিলনাড়ুতে ডিএমকে-র নেতৃত্বে জোট ঘোষণা করে ফেলল কংগ্রেস ও সিপিএম। রয়েছে সিপিআইও। এদিন ডিএমকে সভাপতি এমকে স্তালিন ৩৯টি আসনের জন্য একসঙ্গে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। তাঁর দল ২০টি আসনে লড়তে চলেছে। কংগ্রেসকে দেওয়া হয়েছে ৯টি আসন।

বাংলায় লড়াই! অথচ তামিলনাড়ুতে নিঃশব্দে জোট বাম-কংগ্রেসের

ডিএমকে চেন্নাই উত্তর, চেন্নাই দক্ষিণ, তুতিকোরিন, পোল্লাচির মতো আসনে লড়বে। এছাড়া কংগ্রেসের হাতে রয়েছে সিভাগঙ্গা, তিরুচিরাপল্লি, আরানির মতো আসন। পাশাপাশি কংগ্রেস পুদুচ্চেরির একমাত্র আসনেও প্রার্থী দিচ্ছে।

বাংলায় লড়াই! অথচ তামিলনাড়ুতে নিঃশব্দে জোট বাম-কংগ্রেসের

এদিকে সিপিএমকে কোয়েম্বাটুর ও মাদুরাই আসন দেওয়া হয়েছে। সিপিআই লড়বে তিরুপুর ও নাগাপট্টিনম আসন থেকে। ভিসিকে লড়বে ভিল্লুপুরম ও চিদাম্বরম আসন থেকে। এছাড়া এমডিএমকে দলকে এরোড লোকসভা আসনটি জোটের তরফে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন:অর্জুন ও মুকুলকে তীব্র কটাক্ষ অনুব্রতর, কী বললেন বীরভূমের কেষ্ট ][আরও পড়ুন:অর্জুন ও মুকুলকে তীব্র কটাক্ষ অনুব্রতর, কী বললেন বীরভূমের কেষ্ট ]

এখানেই শেষ নয়, আইইউএমএল দলকে রামনাথপুরম, কেএমডিকে দলকে নামাক্কল ও আইজেকে দলকে পেরাম্বালুর আসন দেওয়া হয়েছে।

[আরও পড়ুন:মোদীর পথে রাহুলও! আসন্ন লোকসভা নির্বাচনে নয়া স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছে কংগ্রেস][আরও পড়ুন:মোদীর পথে রাহুলও! আসন্ন লোকসভা নির্বাচনে নয়া স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছে কংগ্রেস]

English summary
DMK announces candidate list for Tamil Nadu, Congress-CPM in ally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X