For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফৈজাবাদের নাম বদলে হল অযোধ্যা, দীপাবলিতে ঘোষণা যোগীর

উত্তরপ্রদেশের ফৈজাবাদ জেলা যা অযোধ্যা শহরের খুব কাছে অবস্থিত তার নাম বদলে অযোধ্যা করে দেওয়া হল।

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের ফৈজাবাদ জেলা যা অযোধ্যা শহরের খুব কাছে অবস্থিত তার নাম বদলে অযোধ্যা করে দেওয়া হল। এদিন দীপাবলির অনুষ্ঠানের মাঝে ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ফৈজাবাদের নাম বদলে হল অযোধ্যা, দীপাবলিতে ঘোষণা যোগীর

এদিন যোগী বক্তব্য রাখতে উঠে বলেন, ভারতীয় সংষ্কৃতিতে অতিথিদের ভগবানরূপে তুলনা করা হয়। এটাই আমাদের সংষ্কার। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি কিম-জং সুক। তাঁর সামনেই জেলার নাম বদলে অযোধ্যা ঘোষণা করে দেন যোগী।

সুকও ধন্যবাদ জানিয়ে বলেন, দুই দেশের সম্প্রীতির ইতিহাস অনেক পুরনো। দিওয়ালিতে অযোধ্যা আসতে পেরে আমি আনন্দিত। অযোধ্যার রানি সুরী রত্ন কোরিয়া গিয়ে সেখানকার রাজাকে বিয়ে করেন। সেখান থেকেই দুই দেশের সম্পর্কের শুরু।

অযোধ্যা প্রসঙ্গে যোগী বলেন, আমাদের অস্তিত্বের প্রতীক অযোধ্যা। এর পরিচয় ভগবান শ্রীরামচন্দ্রের থেকে। তাই আজ থেকে ফৈজাবাদের নাম শ্রী অযোধ্যা করা হল। এর পাশাপাশি অযোধ্যায় একটি মেডিক্যাল কলেজের ঘোষণাও করেন যোগী। তার নাম হবে রাজা দশরথের নামে। এছাড়া শ্রী রামের নামে বিমানবন্দরও হবে বলে জানান তিনি।

English summary
Diwali gift : Faizabad district is now Ayodhya, says Yogi Adityanath
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X