For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীপাবলির বাজি বাজারে 'মোদী বোমা'-র বিস্ফোরণে ম্লান প্রিয়াঙ্কা ফুলঝুরি

Google Oneindia Bengali News

দীপাবলির বাজি বাজারে 'মোদী বোমা'-র বিস্ফোরণে ম্লান প্রিয়াঙ্কা ফুলঝুরি
নয়াদিল্লি, ২১ অক্টোবর : লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে নিয়ে যে উন্মাদনা শুরু হয়েছিল তা এখনও অব্যাহত। মোদী কুর্তা হোক বা মোদী ফুলকা, নামে যদি মোদী থাকে তা সেই পণ্যটি বা বস্তুতি বাজারে সুপারহিট হতে বাধ্য।

লোকসভা পেরিয়েও তো তাই বিধানসভা নির্বাচনেও মোদী ঝড়। কংগ্রেসের সাম্প্রতিক তাবড় নেতানেত্রীদের থেকে যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কয়েকগুণ বেশী সেকথা বোধ হয় অতি বড় মোদী বিরোধীও অস্বীকার করবেন না। কংগ্রেসের সহসভাপতি তো এবিষয়ে মোদীর থেকে কয়েকশো মাইল পিছনে।

আর একদিন বাদেই দীপাবলী। বাজার ছেয়ে গিয়েছে হরেককরম বাজিতে। কিন্তু বাজি বাজারেও এবারে দাপিয়ে বেড়াচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। মহারাষ্ট্রে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর কংগ্রেস সমর্থকদের স্লোগান ছিল "প্রিয়াঙ্কা লাও, কংগ্রেস বাঁচাও"। রাজনৈতিক প্রেক্ষাপটে এই স্লোগান কতটা প্রাসঙ্গিক তা তর্কসাপেক্ষ, কিন্তু বাজি বাজারে যে এই ফর্মুলায় খুব একটা কাজ হয়নি তা স্পষ্ট। চাহিদার দিক থেকে প্রিয়াঙ্কা ফুলঝুরিকে অনেকখানি পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন মোদী বোম।

মোদী বোমার চাহিদার যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে বাজি বিক্রেতাদের

জনৈক বাজি ব্যবসায়ী মোক্তার নইমের কথায়, "বাজি কিনতে এলে সবাই প্রথমে মোদী বোমার খোঁজ করছেন। যাঁরা এই নতুন তারকা নামের বাজির বিষয়ে জানেন না, দোকানে এবিষয়ে জানার পরই প্রথমে জিজ্ঞাসা করছেন মোদীর নামে কী বাজি আছে? এবছর সবচেয়ে বেশি মোদী বোমাই বিক্রি হচ্ছে।" এলাহবাদের এক বাজি ব্যবসায়ীর কথায়, "মোদী বোমার যা চাহিদা রয়েছে বাজারে, তা যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে।"

প্রিয়াঙ্কা গান্ধী, নরেন্দ্র মোদী ছাড়াও এবার বাজি বাজারে বহু তারকার নামেই বাজি বিক্রি হচ্ছে। এদের মধ্যে উল্লেখযোগ্য, মেরি কম তুবড়ি। এছাড়াও মঙ্গলযান রকেটেরও চাহিদা রয়েছে বাজারে।

English summary
Diwali Dhamaka: Now Modi bombs dominate cracker market, outweighs Priyanka Gandhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X