For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছ'দিনেই মোহভঙ্গ, বিজেপি থেকে কংগ্রেসে ফিরলেন বিধায়ক

ছ'দিনেই মোহভঙ্গ, বিজেপি থেকে কংগ্রেসে ফিরলেন বিধায়ক

  • |
Google Oneindia Bengali News

বিজেপিতে যোগ দিয়ে মোহভঙ্গ। শেষে পুরোনো দলেই ফিরলেন বিধায়ক। না, একুশের বিধানসভা নির্বাচন পরবর্তী পশ্চিমবঙ্গের কোনও জননেতার কথা হচ্ছে না। বাইশের পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে বিজেপি এবং ফের কংগ্রেস ফিরে আসা বলবিন্দর সিং লাড্ডির কথা হচ্ছে। মাত্র ছ'দিন আগে দলবদল করে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন এই নেতা। নতুন বছর পড়তে না পড়তেই ফের কংগ্রেসে যোগ দিলেন তিনি।

বিজেপি ছেড়ে হাত ধরলেন বলবিন্দর

বিজেপি ছেড়ে হাত ধরলেন বলবিন্দর

রবিবার রাতেই পাঞ্জাব কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা হরিশ চৌধুরী এবং মুখ্যমন্ত্রী চরনজিৎ সিং চান্নির উপস্থিতিতে ঘর ওয়াপসি ঘটে বলবিন্দরের৷ শ্রী হরগোবিন্দপুরের বিধায়ক বলবিন্দর শুধু নন, গত বছরের ২৮ ডিসেম্বর কোয়াদিয়ানের বিধায়ক ফতেহগঞ্জ সিং বাজওয়াও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন। সেই সময় পঞ্জাব বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা গজেন্দ্র সিং শেখাওয়াতের উপস্থিতিতেই গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন তাঁরা।

পাঞ্জাবে এগিয়ে কংগ্রেসই!

পাঞ্জাবে এগিয়ে কংগ্রেসই!

চলতি বছরে যে ক'টি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে তার মধ্যে অন্যতম। নির্বাচনমুখী রাজ্যগুলির মধ্যে পাঞ্জাবেই একমাত্র ক্ষমতায় রয়েছে কংগ্রেস। বিশেষজ্ঞরা মনে করছেন, এই রাজ্যে কোনওরকমে যদি ক্ষমতা টিকিয়ে রাখতে পারে কংগ্রেস। তবে ২০২৪ সালে লোকসভা নির্বাচনের লড়াইতে থাকবে। নাহলে অনেকটাই পিছিয়ে পড়বে তারা। অন্যদিকে এই রাজ্যটিতে আবার বিজেপির হাল তুলনামূলকভাবে খারাপ। অনেকেই মনে করছেন, সম্প্রতি রাজ্যে আম আদমি পার্টি প্রধান বিরোধী হিসেবে উঠে আসায় আগামী নির্বাচনে খুব বড়জোর নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে বিজেপি।

পাঞ্জাব প্রেস্টিজ ফাইট কংগ্রেসের কাছে!

পাঞ্জাব প্রেস্টিজ ফাইট কংগ্রেসের কাছে!

সবমিলিয়ে কংগ্রেসের কাছে পাঞ্জাব যেমন প্রেস্টিজ ফাইট! তেমনই বিজেপির কাছে এক্ষেত্রে হারানোর কিছুই নেই। এমতাবস্থায় রাজনৈতিক টানাপোড়েন যে চরমে থাকবেই, তা বলাই বাহুল্য। নির্বাচনের কিছু মাস আগে দুই কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ায় অনেকে মনে করেছিলেন শক্তিবৃদ্ধি হল বিজেপির। এবার তাঁরা ফিরে যাওয়ায় কতটা কী পরিবর্তন হল তা নিশ্চিতভাবে সময়ই বলবে।

English summary
Disillusioned within six days, the MLA returned to the Congress from the BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X