For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘দ্য বিস্টে’ চড়েই ভারত ঘুরবেন ট্রাম্প, এই বিলাসবহুল গাড়ির প্রধান বৈশিষ্ট্য গুলি জেনে নিন

‘দ্য বিস্টে’ চড়েই ভারত ঘুরবেন ট্রাম্প, এই বিলাসবহুল গাড়ির প্রধান বৈশিষ্ট্য গুলি জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘ অপেক্ষা শেষে আর মাত্র কয়েক ঘণ্টা পরেই ভারতের মাটিতে পা রাখতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে থাকছেন স্ত্রী মেলানিয়া। আহমেদাবাদ বিমানবন্দরে অবতরনের পর সেখানে একটি রোড শোতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। পরের দিন যাবেন আগ্রায় তাজমহল ঘুরে দেখতে।

গাড়িতে থাকছে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা

গাড়িতে থাকছে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা

ভারত সফরকালীন সময়ে তাঁর অন্যতম ভ্রমণ সঙ্গী হিসাবে থাকছে বিলাসবহুল গাড়ি দ্য বিস্ট। পাশাপাশি এই গাড়িতে থাকছে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থাও। যা জানলে একথায় তাক লেগে যাবে। যেন একটি সাঁজোয়া গাড়িকেই সঙ্গে আনছেন ট্রাম্প। এই গাড়ির বৈশিষ্ট্য অন্য সব গাড়ির থেকে আলাদা। এই গাড়ির সাহায্যেই সুদূর আমেরিকাতে বসেই মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় নজরদারি চালাবে হোয়াইট হাউস ও ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস।

পাঁচ ইঞ্চি মোটা এবং অত্যন্ত শক্ত বডি রয়েছে গাড়িটির

পাঁচ ইঞ্চি মোটা এবং অত্যন্ত শক্ত বডি রয়েছে গাড়িটির

গাড়িটির বডি তৈরি করা হয়েছে স্টিল, অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম ও সেরামিকস দিয়ে। গাড়ির বডি পাঁচ ইঞ্চি মোটা। গাড়ির জানলাতেই রয়েছে পাঁচটি স্তর। চালকের পাশের কাঁচ কেবলমাত্র ৩ ইঞ্চি নামানো যায়। বাকি কোনও কাঁচ খোলা যায় না এই গাড়ির। যে গুলি বুলেটপ্রুফ জ্যাকেট ভেদ করে যেতে পারে, সেই গুলিও এই গাড়ি ভেদ করতে পারে না। এই গাড়ির বডিটি পাঁচ ইঞ্চি মোটা এবং অত্যন্ত শক্ত।

মার্কিন সিক্রেট সার্ভিসের বিশেষ প্রশক্ষিণ এজেন্ট থাকছেন চালকের আসনে

মার্কিন সিক্রেট সার্ভিসের বিশেষ প্রশক্ষিণ এজেন্ট থাকছেন চালকের আসনে

কোনও সাঁজোয়া গাড়ির থেকে কম নয় মার্কিন প্রেসিডেন্টের এই গাড়ি। গাড়ির সামনে রয়েছে কাঁদানে গ্যাসের গ্রেনেড লঞ্চার এবং নাইট ভিশন ক্যামেরা। গোটা গাড়িটাই নিরাপত্তায় মোড়া। গাড়ির মধ্যেই পাম্প অ্যাকশন শটগানস‌, কাঁদানে গ্যাস এবং‌ জরুরি অবস্থার জন্য প্রেসিডেন্টের জন্য সব সময় মজুত রাখা হয় রক্তের ব্যাগ। আছে অগ্নিনির্বাপন যন্ত্র। একই সাথে মার্কিন সিক্রেট সার্ভিসের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিকেই চালক হিসেবে বেছে নেওয়া হয়েছে এই গাড়ির চালক হিসাবে।

English summary
Trump will roam India on 'The Beast', know the salient features of this luxury car
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X