For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মি-১৭ কপ্টার গুলি করে নামানোর সিদ্ধান্ত ভুল ছিল, মানলেন বায়ুসেনা প্রধান

বালাকোট এয়ার স্ট্রাইকের ঠিক পরের দিনই জম্মু কাশ্মীরের বাদগামে বায়ুসেনার মি-১৭ হেলিকপ্টার গুলি করে নামানো হয়েছিল। তাতে প্রাণ গিয়েছিল ৬ বায়ুসেনার।

Google Oneindia Bengali News

বালাকোট এয়ার স্ট্রাইকের ঠিক পরের দিনই জম্মু কাশ্মীরের বাদগামে বায়ুসেনার মি-১৭ হেলিকপ্টার গুলি করে নামানো হয়েছিল। তাতে প্রাণ গিয়েছিল ৬ বায়ুসেনার। শুক্রবার প্রকাশ্যে বায়ুসেনার সেই পদক্ষেপকে ভুল বলে স্বীকার করে নিয়েন বায়ু সেনা প্রধান রাকেশ কুমার সিং ভাদুড়িয়া। এই চরম ভুলের জন্য বায়ুসেনার ২ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভুল স্বীকার করল বায়ুসেনা

ভুল স্বীকার করল বায়ুসেনা

২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের বাদগামে বায়ুসেনার হেলিকপ্টারকে ভুল করে গুলি করে নামানো হয়েছিল। ১৫৪ হেলিকপ্টার ইউনিটকে স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে গুলি করে নামানো হয়েছিল। তাতে প্রাণ গিয়েছিল ৬ বায়ুসেনা আধিকারিক ও এক সাধারণ নাগরিকের। পাকিস্তানি জেটকে ধাওয়া করতে এই হেলিকপ্টারটি ঘটনার ঠিক ১০ মিনিট আগেই উড়েছিল। পুরো ঘটনাটি ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন বায়ু সেনা প্রধান আরকে সিং ভাদুড়িয়া। এই ঘটনা পুনরাবৃত্তি আর হবে না বলেও তিনি জানিয়েছেন।

দোষী ২ আধিকারিকের বরুদ্ধে ব্যবস্থা

দোষী ২ আধিকারিকের বরুদ্ধে ব্যবস্থা

এদিন ঘটনাটি নিয়ে প্রকাশ্যে ভুল স্বীকার করার পর বায়ুসেনা প্রধান জানিয়েছেন যাঁদের জন্য এটা হয়েছে তাঁদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে। তাঁদের একটি মাত্র ভুলে প্রশিক্ষিত দক্ষ ৬ বায়ুসেনা আধিকারিকের বেঘোরে প্রাণ গিয়েছে। এই অপরাধ কোনও ভাবেই লঘু করে দেখা হবে না বলে জানিয়েছেন আরকে সিং ভাদুড়িয়া।

তদন্তে দেরি

তদন্তে দেরি

এদিকে অনেক দেরিতে বায়ুসেনা প্রধান এই নিয়ে পদক্ষেপ করেছেন বলে অভিযোগ। কারণ তদন্ত দেরি হওয়ার কারণে ভেঙে পড়া হেলিকপ্টারটির ব্ল্যাক বক্স গ্রামবাসীরা চুরি করে নিয়েছিল বলে অভিযোগ। ব্ল্যাক বক্স চুরি হয়ে যাওয়ায় হেলিকপ্টারটির ভেঙে পড়ার কারণ প্রমাণ করতে বেগ পেতে হবে তদন্তকারীদের।

এই নিয়ে এখন বায়ুসেনার অন্দরেই শুরু হয়েছে চাপান উতর। তবে বায়ুসেনা প্রধানের প্রকাশ্যে স্বীকারোক্তি ক্ষোভের আগুন কিছুটা হলেও কম করবে বলে মনে করা হচ্ছে।

<strong>[আরও শক্তিশালী হচ্ছে বায়ুসেনা, এমনই ইঙ্গিত দিলেন বায়ুসেনা প্রধান]</strong>[আরও শক্তিশালী হচ্ছে বায়ুসেনা, এমনই ইঙ্গিত দিলেন বায়ুসেনা প্রধান]

English summary
Disciplinary action will be taken against two senior IAF officers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X