For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আনলক প্রক্রিয়ায় সরকারি কর্মীদের অফিস যাওয়ার ক্ষেত্রে নির্দেশিকা জারি! জানুন বিস্তারিত

Google Oneindia Bengali News

চতুর্থ দফা পর্যন্ত লকডাউন অত্যন্ত কড়া ভাবেই চলেছে ভারতবর্ষে। তবে পঞ্চম দফার লকডাউন ঘোষণা করার পর বেশ কিছু ক্ষেত্রে শিথিলতা এনেছে কেন্দ্রীয় সরকার। ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্র সচল করার কথা জানিয়েছে তারা। আর এই পরিস্থিতিতে অফিসের কাজকর্মও ধীরে ধীরে স্বাভাবিক করার দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের উদ্দেশে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। একনজরে দেখে নিন সেই নির্দেশিকা :

শুধুমাত্র উপসর্গহীন কর্মীদেরই কাজে আসার অনুমতি

শুধুমাত্র উপসর্গহীন কর্মীদেরই কাজে আসার অনুমতি

  • শুধুমাত্র উপসর্গহীন কর্মীদেরই কাজে আসার অনুমতি দেওয়া হবে। কারোর যদি হাল্কা জ্বর, ঠাণ্ডা বা কাশিও থাকে, তবে সে বাড়ি থেকে কাজ করবে।
  • যেসব কর্মী ও আধিকারিকদের বাড়ি কন্টেইনমেন্ট জোনে, তাঁরা অফিসে আসবেন না।
  • একদিনে ২০ জনের বেশি অফিসে এসে একসঙ্গে কাজ করতে পারবেন না। সেভাবে রস্টার তৈরি করা হবে। বাকি কর্মীরা বাড়ি থেকেই কাজ করবেন।

একই কেবিনে দুই জন ব্যক্তি কাজ করবেন না

একই কেবিনে দুই জন ব্যক্তি কাজ করবেন না

  • যদি কোনও আন্ডার সেক্রেটারি ও ডেপুটি সেক্রেটারি তাঁদের কেবিন শেয়ার করেন, তবে তাঁরা একদিন অন্তর অন্তর আসবেন যাতে একসঙ্গে তাঁদের কাজ করতে না হয়।
  • কাজের সময় অফিসের জানলা খোলা রাখা হবে যাতে ঠিক ভাবে হাওয়া আসা যাওয়া করতে পারে। এছাড়া কাজের সময়ের উপর খেয়াল রাখা হবে।
  • অফিসে কর্মরত অবস্থায় ফেস মাস্ক ও ফেস শিল্ড আবশ্যক। এই নিয়মের উলঙ্ঘন করতে কাউকে পাওযা গেলে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

আধঘণ্টা অন্তর অন্তর কর্মীদের হাত ধোয়া বাধ্যতামূলক

আধঘণ্টা অন্তর অন্তর কর্মীদের হাত ধোয়া বাধ্যতামূলক

  • ব্যবহৃত মাস্ক ও গ্লাভস নির্দিষ্ট হলুদ বায়ো মেডিক্যালে ওয়েস্ট বিনেই ফেলতে হবে। এই নিয়মের উলঙ্ঘন করতে কাউকে পাওযা গেলে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
  • মুখোমুখি আলোচনা বা বৈঠক করা থেকে বিরত থাকতে হবে। ফোন বা ইন্টারকমের মাধ্যমে এই সব আলোচনা সারতে হবে।
  • প্রতি আধঘণ্টা অন্তর অন্তর কর্মীদের হাত ধোয়া বাধ্যতামূলক।

এক মিটার দূরত্ব বজায় রাখতে হবে

এক মিটার দূরত্ব বজায় রাখতে হবে

  • কোনও বোর্ড বৈঠকের জন্য ওয়েব রুম ব্যবহার করা হবে।
  • দরজার হাতল, সুইচ বোর্ড বা যেসব স্থানে বারবার হাত দেওয়া হয়ে থাকে, সেগুলিকে প্রত্যেক এক ঘণ্টা অন্তর অন্তর পরিষ্কার করতে হবে।
  • কর্মীরা নিজেদের মধ্য বসা বা হাটা চলার ক্ষেত্রেও অন্তত এক মিটারের দূরত্ব বজায় রাখবেন।

<strong>চিনকে একঘরে করতে জি ৭ মঞ্চে ভারত, বন্ধু ট্রাম্পের সঙ্গে দেখা করতে কবে আমেরিকা যাচ্ছেন মোদী? </strong>চিনকে একঘরে করতে জি ৭ মঞ্চে ভারত, বন্ধু ট্রাম্পের সঙ্গে দেখা করতে কবে আমেরিকা যাচ্ছেন মোদী?

English summary
directives to employees by central government during unlock process to avoid spread of coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X