For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরে আসবে কি অতিকায় সেই জীবগুলি,থর মরুভূমিতে পায়ের ছাপ ঘিরে বাড়ছে জল্পনা

ফিরে আসবে কি অতিকায় সেই জীবগুলি, থর মরুভূমিতে পায়ের ছাপ ঘিরে বাড়ছে জল্পনা

Google Oneindia Bengali News

লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে তাঁদের অস্তিত্ব ছিল। দানবীয় সেই সব চেহারার ডাইনোসরদের অস্তিত্বের বাস্তবতা খুঁজতে দিনরাত এক করেছেন গবেষকরা। হলিউডে একের পর এক হিট ছবি তৈরি হয়েছে এই ডাইনোসরদের নিয়ে। এবার ভারতের থর মরুভূমিেত মিলল সেই অতিকায় দানবীয় জীবদের পায়ের ছাপ। শুনেই গায়ে কাঁটা দেবে অনেকের। অনেকেই হয়তো ভাববেন জুরাসিক ওয়ার্ল্ডের অংশিদার কি তবে ছিল ভারতও।

ডাইনোসরের পায়ের ছাপ

ডাইনোসরের পায়ের ছাপ

ভারতের বুকেও দাপিয়ে বেড়াত টিরেনোসোরাস, টেরোড্যাক্টর, ট্রাইসেরোটপরা, ব্র্যাঙ্কিওসোরাসরা। তার প্রমাণ মিলেছে রাজস্থানের থর মরুভূমিতে। জয়সলমীরে যেখানে মুকুলের সোনার কেল্লা সেই জয়সলমেঢ়েই পাওয়া গিয়েছে ডাইনোসরের পায়ের ছাপ। যোধপুরের জয় নারাইন ব্যাস বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক বীরেন্দ্র সিং পারিহার জানিয়েছেন, ডাইনোসরের এই পায়ের ছাপগুলি ২০০ মিলিয়ন বছর আগের। জয়সলমেঢ়ের একটি গ্রামের কাছে পাওয়া গিয়েছে ছাপগুলি। তিন পােয়র ছাপ মিলেছে। সেগুলি জুরাসিক যুগের বলে দাবি করেছেন তিনি। পায়ের ছাপগুলি মোট তিন ধরণের ডাইনোসর প্রজাতির বলে জানা গিয়েছে।

ছবি সৌজন্যে: ব্রেভ ওয়াইল্ডনেস

কতটা বড় পায়ের ছাপগুলি

কতটা বড় পায়ের ছাপগুলি

শাকাশী নয় মাংসাসী টিরেনোসোরাস প্রজাতির ডাইনোসরের পায়ের ছাপই মিলেছে জয়সলমেঢ়ের সেই গ্রামে। তিন ধরনের প্রজাতির ডাইনোসরের পায়ের ছাপ রয়েছে সেখানে। যারা ১২ থেকে ১৫ মিটার লম্বা এবং যাদের ওজনে ছিল ৫০০ থেকে ৭০০ কেজি। ইউব্রোনেটস জাইগ্যানটিয়াস এবং ইউব্রোনেটস গ্লেনরোসেনসিস প্রজাতির ডাইনোসর গুলির পায়ের ছাপ ৩৫ সেন্টিমিটার। অপর প্রজাতিটি গ্র্যালাটর। তার পায়ের ছাপ ৫.৫ সেন্টিমিটার। সুদূর আমেরিকাতেও এই ধরনের ডাইনোসরদের দেখা যেত বলে জানিয়েছেন গবেষকরা। তাঁদের দাবি থর মরুভূমি অঞ্চল একসময়ে সমুদ্র ছিল। পরে সেটি মরুভূমিতে পরিণত হয়। তাই পায়ের ছাপগুলি শক্ত পাথরের মত হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। আরও পায়ের ছাপ মিলতে পারে বলে জানিয়েছেন যোধপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা।

চিেনও মিলেছে ডাইনোসরের জীবাশ্ম

চিেনও মিলেছে ডাইনোসরের জীবাশ্ম

কয়েকদিন আগে চিনে মিলেছে ডাইনোসরের জীবাশ্ম। যা এখনও পর্যন্ত উদ্ধার হওয়া জীবাশ্মগুলির মধ্যে সর্ববৃহত বলে জানিয়েছেন গবেষকরা। এর আগে ব্রিটেনেও এই ধরনের ডাইনোসরের পায়ের ছাপের সন্ধান িমলেছিল। কেন্ট এলাকায় পাথরের গায়ে ৬টি ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল। প্রথমে সেগুলিতে হাতির পায়ের ছাপ বলে মনে করেছিলেন গবেষকরা । পরে জানা যায় সেটি অর্নিথোপডিক্স নামে এক বিলুপ্ত প্রাণির পায়ের ছাপ। সেটি জুরাসিক যুগেই দেখা যেত। অর্থাৎ ১০০ মিলিয়ন বছর আগের প্রাণি ছিল সেটি।

 আতঙ্ক-কৌতুহল বাড়ছে জনমানসে

আতঙ্ক-কৌতুহল বাড়ছে জনমানসে

জয়সলমেঢ়ে অতিকায় ডাইনোসরের পায়ের ছাপের সন্ধান মিলতেই উৎসাহী হয়ে উঠেছেন অসংখ্য মানুষ। তাঁরা উৎসাহী হয়ে সেখানে হাজির হচ্ছে। আবার অনেকেই আতঙ্কে ঘরে সিঁধিয়েছেন। করোনা মহামারীর পর ডাইনোসরের পায়ের ছাপ মেলায় রীিতমত আতঙ্কিত হয়ে রয়েছেন তাঁরা। টিভির পর্দায় দেখা অতিকায় টিরোনোসোরাস রেক্স আবার ফিরে আসছে না তো আতঙ্কিত গ্রামের অনেকেই।

English summary
Dinosour Footprint details news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X