For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হায়দ্রাবাদ বিস্ফোরণ কাণ্ডে ইয়াসিন ভটকল সহ ৫ জনের মৃত্যুদণ্ডের নির্দেশ দিল এনআইএ আদালত

হায়দ্রাবাদের দিলসুখনগরের বিস্ফোরণের ঘটনায় ইয়াসিন ভটকল-সহ ৫ দোষীকে মৃত্যুদণ্ড দিল এনআইএ আদালত।

Google Oneindia Bengali News

হায়দ্রাবাদ, ১৯ ডিসেম্বর : হায়দ্রাবাদের দিলসুখনগরের বিস্ফোরণের ঘটনায় ইয়াসিন ভটকল-সহ ৫ দোষীকে মৃত্যুদণ্ড দিল এনআইএ আদালত।

২০১৩ সালের ২৮ আগস্ট বিহারের ভারত-নেপাল সীমান্ত থেকে ভটকলকে গ্রেফতার করেছিল এনআইএ। গত ১৩ ডিসেম্বর ২০১৩ সালেপ হায়দ্রাবাদ বিস্ফোরণের ঘটনায় ইন্ডিয়ান মুজাহিদিনদের ৫ সদস্যকে দোষী সাব্যস্ত করল এনআইএ আলাদত। দোষী ৫ জনের মধ্যে অন্যতম নাম ছিল ইয়াসিন ভটকলের।

হায়দ্রাবাদ বিস্ফোরণ ঘটনায় ইয়াসিন ভটকল সহ ৫ জনের মৃত্যুদণ্ড দিল আদালত

ভটকল ছাড়া বাকি চারজন যাদের দোষী সাব্যল্ত করা হয়েছিল তারা উত্তরপ্রদেশের আশাদুল্লা আখতার, পাকিস্তানের জিয়া উর রহমান ওরফে ওয়াকাস, বিহারের তহসিন আখতার এবং মহারাষ্ট্রের আইজাজ শেখ। এরা প্রত্যেকেই বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে।

২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় দিলসুখ নগরের জনবসতিপূর্ণ এলাকায় পর পর দুটি বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে ১৮ জনের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিল ৮৩ জন।

ভটকল-সহ দোষী ৫ জনেরই ফাঁসির আবেদন জানিয়েছিল এনআইএ। আবেদনের সপক্ষে যুক্তি দিতে গিয়ে এই মামলাকে বিরলতম বলে ব্যাখ্যা করেছিল এনআইএ, আর তাই এই মামলায় দোষীদের একমাত্র ফাঁসি হওয়া উচিত বলেই সওয়াল করা হয়েছিল। সেই আর্জিতেই এদিন শিলমোহর দিল আদালত।

English summary
Dilsukhnagar(Hyderabad) blast case: Yasin Bhatkal & 4 others sentenced to death by special NIA court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X