For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষক ‌আন্দোলনের পাশে দিলজিত দোসাঁঝ, টুইটারে বাড়ল অনুগামীর সংখ্যা

কৃষক ‌আন্দোলনের পাশে দিলজিত দোসাঁঝ, টুইটারে বাড়ল অনুগামীর সংখ্যা

Google Oneindia Bengali News

কঙ্গনা রানাওয়াতকে একহাত নেওয়ার পর জনপ্রিয় পাঞ্জাবি অভিনেতা–গায়ক দিলজিত দোসাঁঝ এবার কৃ্ষক আন্দোলনের পাশে এসে দাঁড়ালেন। ৫ ডিসেম্বর শনিবার তিনি দিল্লির সিঙ্ঘু সীমান্তে কৃষকদের সঙ্গে দেখা করেন এবং কৃষি বিলের বিরুদ্ধে তাঁদের এই প্রতিবাদকেও সমর্থন করেন।

কৃষকদের দাবি মানার জন্য কেন্দ্রকে অনুরোধ

কৃষকদের দাবি মানার জন্য কেন্দ্রকে অনুরোধ

‘‌উড়তা পাঞ্জাব'‌ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখা এই অভিনেতা কেন্দ্র সরকারকে অনুরোধ করেন যে কৃষকদের দাবি যেন তারা মেনে নেয়। তিনি সংবাদমাধ্যমকেও অনুরোধ করেন যে কৃষকরা যে শান্তিপূর্ণ অবস্থান করছেন তা যেন তুলে ধরা হয়। অভিনেতা দিলজিত জানিয়েছেন যে কৃষকদের সমস্যা যেন কারোর থেকে বিচ্যুত না হয়। তিনি কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য করতে গিয়ে জানিয়েছেন যে কৃষকদের এই আন্দোলন ইতিহাস তৈরি করবে এবং ভবিষ্যত প্রজন্মকে তাঁদের এই কার্যধারা বর্ণনা করবে। দিলজিত বলেন, ‘সব কৃষকদের এই নতুন ইতিহাস তৈরি করার জন্য কুর্নিশ জানাই। এই ইতিহাস ভভিষ্যত প্রজন্মের কাছে বর্ণিত হবে। কৃষকদের সমস্যা কোনওভাবে যেন কারোর দ্বারা বিচ্যুত না হন।'‌

এক কোটি টাকা অনুদান

এক কোটি টাকা অনুদান

পাঞ্জাবি গায়ক সিঙ্গা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে দিলজিতের ভক্তদের জানান যে তিনি কৃষকদের জন্য এক কোটি টাকা অনুদান দিয়েছেন, যাতে তাঁরা গরম পোশাক ও কম্বল কিনতে পারেন। এক সর্বারতীয় সংবাদমাধ্যমের কাছ থেকে জানা গিয়েছে যে এই অর্থ বয়স্ক কৃশকদের গরম পোশাক কিনে দেওয়ার জন্য ব্যবহার হবে, যাঁরা কৃষি বিলের বিপক্ষে দিল্লির এই হাড়হিম করা ঠাম্ডায় প্রতিবাদে নেমেছেন। সিঙ্গা সহ আরও অনেকে দিলজিতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ধন্যবাদ দিয়েছেন।

টুইটারে ট্রেন্ড দিলজিত

টুইটারে ট্রেন্ড দিলজিত

প্রসঙ্গত, কঙ্গনা রানাওয়াতের ভুয়ো টুইটারের বিপক্ষে গিয়ে এবং অভিনেত্রীর তীব্র নিন্দা করে টুইটারে ট্রেন্ড হয়ে গিয়েছেন দিলজিত। কঙ্গনা কিছুদিন আগেই শাহিনবাগের বিলকিস বানোর সঙ্গে পাঞ্জাবের এক ৭৩ বছরের মহিলাকে ভুলভাবে চিহ্নিত করে সোশ্যাল মিডিয়ায় অসম্মানজনক মন্তব্য পোস্ট করেন। এছাড়াও তিনি দিলজিতকে করণ জোহরের ‘‌পোষ্য'‌ বলে অ্যাখা দেন। কঙ্গনা-দিলজিতের টুইটারে বাকযুদ্ধ সকলের নজরে পড়ে। তবে এতে শাপে বর হয়েছে অভিনেতার।

 কৃষক আন্দোলন নিয়ে উদাসীন বলিউড

কৃষক আন্দোলন নিয়ে উদাসীন বলিউড

জানা গিয়েছে, টুইটারে দিলজিতের ভক্তের সংখ্যা ৪ লক্ষ বেড়ে গিয়েছে এই ঘটনার পর। এখন দিলজিতের অনুগামীর সংখ্যা ৪৩ লক্ষ। সম্প্রতি দিলজিতের ‘‌সূরয পর মঙ্গল ভারি'‌ সিনেমা মুক্তি পেয়েছে বলিউডে। তবে কৃষক আন্দোলনে পাঞ্জাবের পক্ষ থেকে এবং টেলিভিশনের তারকাদের কাছ থেকে যে সমর্থন আসছে, তা বলিউডের কোনও অভিনেতা-অভিনেত্রীদের থেকে মিলছে না বলে জানান পাঞ্জাবি গায়ক গিপ্পি গ্রেওয়াল।

দৈনিক সুস্থতার সংখ্যা বাড়ল দেশে, অপেক্ষাকৃত কম দৈনিক সংক্রমণ, মোট আক্রান্ত সাড়ে ৯৬ লক্ষ ছুঁই ছুঁইদৈনিক সুস্থতার সংখ্যা বাড়ল দেশে, অপেক্ষাকৃত কম দৈনিক সংক্রমণ, মোট আক্রান্ত সাড়ে ৯৬ লক্ষ ছুঁই ছুঁই

English summary
diljit dosanjh stood by the side of the farmers and the number of followers increased on twitter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X