For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভীত তৃণমূল সবেতেই ভূত দেখছে, এবার দোকান বন্ধ হয়ে যাবে! হুঁশিয়ারি দিলীপের

বাম নেতা অশোক ভট্টাচার্যের বাড়িতে বিজেপি নেতৃত্বের হঠাৎ আগমন নিয়ে কম জলঘোলা হচ্ছে না। এবার অশোক ভট্টাচার্যের বাড়িতে বিজেপি নেতৃত্বের যাওয়া নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

  • |
Google Oneindia Bengali News

বাম নেতা অশোক ভট্টাচার্যের বাড়িতে বিজেপি নেতৃত্বের হঠাৎ আগমন নিয়ে কম জলঘোলা হচ্ছে না। এবার অশোক ভট্টাচার্যের বাড়িতে বিজেপি নেতৃত্বের যাওয়া নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূলের সমালোচনায় তিনি বললেন, ভীত তৃণমূল সবই ভূত দেখছে! বিজেপি ছোঁয়াছুঁয়ির রাজনীতি করে না, যখন সরকার পড়ার এমনিই সরকার পড়বে, বললেন দিলীপ ঘোষ।

দোকান বন্ধ হয়ে যাবে, তৃণমূলের

দোকান বন্ধ হয়ে যাবে, তৃণমূলের

বুধবার ইকো পার্কে গিয়ে দিলীপ ঘোষ ফের সরাসরি নিশানা করেন রাজ্য সরকারকে। তিনি বলেন, রাজ্য সরকারকে ফেলতে হবে না, সময় হলেই তৃণমূল সরকার ঠিক পড়ে যাবে। তৃণমূলের সর্বোচ্চ স্তরে দুর্নীতি হয়েছে, নেতারাও জড়িত। এর থেকে খারাপ অবস্থা হতে পারে না। এবার তো পরিবর্তন হওয়া দরকার। মুখ্যমন্ত্রী যতই বিরোধী জোট করার কথা ভাবুন, এবার দোকান বন্ধ হয়ে যাবেই।

সব কিছুতেই ভূত দেখছে তৃণমূল

সব কিছুতেই ভূত দেখছে তৃণমূল

অশোক ভট্টাচার্যের বাড়িতে বিজেপি সাংসদ ও অন্যান্য নেতৃত্বদের নিয়ে বৈঠকের পর থেকেই রাজ্য রাজনীতিতে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস এই পিছনে সরকার ফেলার চক্রান্ত আছে বলে মনে করছে। বিজেপি ও সিপিএম এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রে শামিল হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, তৃণমূল এত ভয় পেয়েছে যে, সব কিছুতেই ভূত দেখছে। সরকার পড়লে এমনিই পড়বে।

বিশাল বড় কেলেঙ্কারি হয়েছে

বিশাল বড় কেলেঙ্কারি হয়েছে

তিনি বলেন, বিজেপি ছোঁয়াছুঁয়ির রাজনীতিতে বিশ্বাস করে না, তৃণমূল এই ধরনের রাজনীতি নিয়ে আসছে। এই ধরনের রাজনীতির বিসর্জন হওয়া উচিত। তিনি এদিন মানিক ভট্টাচার্যের জেল হেফাজত ও অ্যাকাউন্টে কোটি কোটি টাকার হদিশ নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, এর মধ্যে বহু তথ্য বহু ঘটনা আছে। লিস্ট আসতে আসতে বের হবে। যত সময় যাচ্ছে তদন্ত অনেক তথ্য উঠে আসছে। বিশাল বড় কেলেঙ্কারি হয়েছে, অতএব অপেক্ষা করতে হবেষ, সব সামনে আসবে।

পালিয়ে কেউ বাঁচতে পারবেন না

পালিয়ে কেউ বাঁচতে পারবেন না

দিলীপ ঘোষ বলেন, সিবিআই চার্জশিটে ১২ জনের নাম রয়েছে। কিন্তু ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এক এক করে হচ্ছে। অনেক বড়বড় লোক যুক্ত আছে। পালিয়ে কেউ বাঁচতে পারবেন না। সবাইকে জালে ধরা দিয়ে হবে। এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে তৃণমূলকে একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

সবাই জানে কার কৃতিত্ব

সবাই জানে কার কৃতিত্ব

দিলীপ ঘোষ বলেন, ভারতে দারিদ্র্য দূর হচ্ছে। সবাই জানে কার কৃতিত্ব। মোদীজি আড়াই বছর ধরে ৮০ কোটি লোককে রেশন খাওয়াচ্ছে। তারপর কোনও প্রশ্ন আসে কি। ভারত কে বদনাম করার বহু চক্রান্ত চলছে। যারা করছে তাদের দেশে দুর্ভিক্ষ চলছে। অতএব ভারতের বদনাম করে কিছু হবে না, ভারত সঠিক নেতার হাতে সঠিক পথে আছে।

এবার দোকান বন্ধ হয়ে যাবে

এবার দোকান বন্ধ হয়ে যাবে

বাংলার সরকারের অবস্থান নিয়ে দিলীপ ঘোষ বলেন, খুন ধর্ষন থেকে আরম্ভ করে বোমা বিস্ফোরণের আখড়া হয়ে গিয়েছে বাংলা। এখানে সর্বোচ্চ স্তরে দুর্নীতি, নেতারাও জড়িত। এর থেকে খারাপ অবস্থা হতে পারে না। এবার পরিবর্তন হওয়া দরকার। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেন্নাইতে যাচ্ছেন। সে প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী যতই বিরোধী জোট তৈরি করার চেষ্টা করুন, এবার দোকান বন্ধ হয়ে যাবে। নবান্নে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, যদি উপস্থিত থাকেন তাহলে তো ভালোই হয়। উনি তো পালিয়ে বেড়ান।

English summary
Dilip Ghosh opens mouth with Ashok Bhattacharya and says TMC now feels fear.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X