For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চম দফার পর বিজেপির ঘরে কয়টি আসন আসতে চলেছে, অঙ্ক সামনে রেখে বড়সড় দাবি দিলীপের

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে পঞ্চম দফার ভোট পর্ব মিটে যাওয়ার পরও অশান্তি , সংঘর্ষ থামছে না। এদিন সকালেও নদিয়া থেকে এসেছে মৃত্যু সংবাদ। মিনাখাঁয় বিদায়ী বিধায়কের স্বামীর গাড়িতে হামলার অভিযোগ রয়েছে। এদিকে, পঞ্চম দফার পর বাংলার রাজনৈতিক অঙ্ক কোনদিকে যাচ্ছে তা নিয়ে তৃণমূল বনাম বিজেপির মধ্যে তোপের পাল্টা তোপের রাজনীতি স্পষ্ট। এদিকে পঞ্চম দফার ভোট মিটতেই আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ কী বললেন দেখা যাক।

 ভোট পরবর্তী হিংসা ও দিলীপ ঘোষের বার্তা

ভোট পরবর্তী হিংসা ও দিলীপ ঘোষের বার্তা

এদিকে রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে দিলীপ ঘোষ বলেন, 'কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করে রাজ্য পুলিশ। শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের কাজ। কেন্দ্রীয় বাহিনী শান্তিপূর্ণ নির্বাচন করাতে এসেছে। আর তা না হলে ৮০ শতাংশের বেশি ভোট হয়না। ' দিলীপ ঘোষের দাবি এবারে মানুষ নির্ভীকভাবে ভোট দান করতে উদ্যোগী হয়েছেন। ভোট ও ভোটপরবর্তী হিংসা নিয়ে বঙ্গবিজেপি প্রধান মূলত পুলিশের দিকেই আঙুল তুলেছেন।

 'খেলা হবে' মন্তব্য নিয়ে কটাক্ষ

'খেলা হবে' মন্তব্য নিয়ে কটাক্ষ

এদিন ফের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় দিলীপ ঘোষ বলেন, খেলা হবে বলে যারা শুরু করেছিলেন, তাঁরাই খেলা ছেড়ে চলে গিয়েছেন। প্রসঙ্গত খেলা হবে ইস্যুতে এর আগেও বহুবার নিজের মন্তব্যে পারদ চড়িয়েছেন দিলীপ ঘোষ। এর আগে মমতাকে কটাক্ষ করে দিলীপ ঘোষ গুমার সভায় বলেন, 'দিদি আপনার মনের ইচ্ছা পূরণ হবে জেলে বসেই। জেলই মিটিং করবেন ভাইদের সঙ্গে । ২ রা মের পর দোকান খোলার লোক পাবেন না। '

পঞ্চম দফার পর ভোট অঙ্ক নিয়ে সরব দিলীপ ঘোষ

পঞ্চম দফার পর ভোট অঙ্ক নিয়ে সরব দিলীপ ঘোষ

এদিন বিজেপির রাজ্যসভাপতি বলেন, পাঁচ দফার ভোটের পর ১৮০ টির মধ্যে ১২৫ টির বেশি আসন জিতবে বিজেপি। কার্যত এই সুর এর আগে বীরভূমে শুভেন্দুর কণ্ঠে পাওয়া যায় , ভোট প্রচারের সময়। এদিকে, এর আগে দিলীপ ঘোষ গুমার সভায় বলেছেন, 'বিধানসভা ভোটের ফল বের হওয়ার পর তৃণমূলে দাঁড়ানোর কোনও প্রার্থী পাওয়া যাবে না। টাকা দিয়ে প্রার্থী দাঁড় করাতে হবে।'

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ ঘিরে দিলীপের জবাব

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ ঘিরে দিলীপের জবাব

এদিন , দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়, সংযুক্ত মোর্চার অভিযোগ কেন্দ্রীয় বাহিনী আরএসএস-র পতাকা লাগাচ্ছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, অভিযোগ করতেই পারে। যদি আমরা মনে করি রাম নবমীর পাতাকা লাগাব, তাতে ওরা কী করতে পারে।

English summary
Dilip Ghosh again targets Matama over her Khela hobe comment during west bengal poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X