For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের মঞ্চে সার্জিক্যাল স্ট্রাইকের প্রশংসায় যুবক! বিড়ম্বনায় দিগ্বিজয়, দেখুন ভিডিও

ভোট প্রচারে গিয়ে বিড়ম্বনায় মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা তথা দুবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি এবারের ভোট প্রার্থীও। ভোপালের ইন্ট খেদি গ্রামে গিয়ে বিড়ম্বনায় পড়ার চিত্র ক্যামেরায় ধরা পড়ে।

  • |
Google Oneindia Bengali News

ভোট প্রচারে গিয়ে বিড়ম্বনায় মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা তথা দুবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি এবারের ভোট প্রার্থীও। ভোপালের ইন্ট খেদি গ্রামে গিয়ে বিড়ম্বনায় পড়ার চিত্র ক্যামেরায় ধরা পড়ে। এক যুবককে ডাকা হয়, তিনি ১৫ লক্ষ টাকা পেয়েছেন কিনা তা জানতে। সেই যুবক মঞ্চে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা করে।

কংগ্রেসের মঞ্চে সার্জিক্যাল স্ট্রাইকের প্রশংসায় যুবক! বিড়ম্বনায় দিগ্বিজয়, দেখুন ভিডিও

ভোপালে ভোটপ্রচারে ভাষণ দিচ্ছেন মধ্যপ্রদেশের প্রভাবশালী কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। সেই সময় তিনি কংগ্রেসি সমর্থকদের জিজ্ঞাসা করেন তারা নরেন্দ্র মোদীর কাছ থেকে ১৫ লক্ষ টাকা করে পেয়েছেন কিনা। এক যুবককে নির্দিষ্ট করে মঞ্চে ডেকেও নেন তিনি। এরপরেই বিড়ম্বনা। যুবক মাইক্রোফোনের সামনে এসেই বলেন, মোদী সার্জিক্যাল স্ট্রাইক করেছেন, মেরেছেন জঙ্গিদের।

[আরও পড়ুন:আহমেদাবাদে ভোট দিলেন মোদী! নিলেন মায়ের আশীর্বাদ][আরও পড়ুন:আহমেদাবাদে ভোট দিলেন মোদী! নিলেন মায়ের আশীর্বাদ]

অযাচিত এই বিড়ম্বনায় বাকরুদ্ধ হয়ে পড়েন দিগ্বিজয় সিং থেকে শুরু করে মঞ্চে থাকা অন্য কংগ্রেস কর্তারা। যুবককে সঙ্গে সঙ্গে ঠেলে মাইক্রোফোনের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়।

[আরও পড়ুন:ভোটকেন্দ্রে বচসা, তৃণমূল কাউন্সিলরের স্বামীকে বাঁশপেটার অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক][আরও পড়ুন:ভোটকেন্দ্রে বচসা, তৃণমূল কাউন্সিলরের স্বামীকে বাঁশপেটার অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক]

মধ্যপ্রদেশের ভোপাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন দিগ্বিজয় সিং। তাঁর বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন, স্বাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। প্রসঙ্গত মধ্যপ্রদেশে ভোট হবে ১২ মে।

[আরও পড়ুন: ইভিএম-এর সামনে বাড়তি লোক! মালদহে সরিয়ে দেওয়া হল প্রিসাইডিং অফিসারকে][আরও পড়ুন: ইভিএম-এর সামনে বাড়তি লোক! মালদহে সরিয়ে দেওয়া হল প্রিসাইডিং অফিসারকে]

English summary
Digvijaya Singh was caught in a embarrassing situation at an election rally in Bhopal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X