For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'এনআরসির বদলে শিক্ষিত ভারতীয় বেকারদের জন্য ন্যাশনাল রেজিস্টার হোক ', তোপ দিগ্বিজয়ের

'এনআরসির বদলেশিক্ষিত ভারতীয় বেকারদের জন্য ন্যাশনাল রেজিস্টার হোক ', তোপ দিগ্বিজয়ের

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রের বিরুদ্ধে কংগ্রেসের তরফে চরম বিরোধিতা অব্যাহত। আর ফের একবার চেনা ভঙ্গিতে এনআরসি নিয়ে বিজেপিকে চূড়ান্ত তোপ দেগেছেন দিগ্বিজয় সিং। আর গেরুয়া শিবিরকে কটাক্ষ করে এদিন দিগ্বিজয় সিং মোদী সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

'প্রধানমন্ত্রীর জন্য় আমার কাছে ভালো পরামর্শ রয়েছে'

'প্রধানমন্ত্রীর জন্য় আমার কাছে ভালো পরামর্শ রয়েছে'

এদিন দিগ্বিজয় সিং বলেন, 'আমার কাছে একটি ইতিবাচক পরামর্শ রয়েছে। এনআরসির বদলে আমাদের উচিত দেশে শিক্ষিত বেকার ভারতীয়দের জন্য ন্য়াশনাল রেজিস্টার খোলা। কারণ এনআরসির মাধ্যমে প্রবল হিংসা ছড়াচ্ছে।' এমন কটাক্ষের পরই দিগ্বিজয় সিং বলেন, এমন পরামর্শ মোদী কিছুতেই মানবেন না । আর তার কারণও তিনি জানান।

কেন মোদী মানবেন না এমন পরামর্শ?

কেন মোদী মানবেন না এমন পরামর্শ?

দিগ্বিজয় সিং জানিয়েছেন, মোদী এমন শিক্ষিত বেকার ভারতীয়দের জন্য ন্য়াশনাল রেজিস্টার করবেন না। আর এর কারণ হিসাবে দিগ্বিজয় সিং বলেছেন,' উনি (মোদী) এটা করবেন না। কারণ এতে ভাভেদের অ্যাজেন্ডা কার্যকরী হয় না ! এতে একাত্মবোধের অ্যাজেন্ডা রয়েছে।'

 শশী-বার্তাতেও ভেদাভেদের রাজনীতির ইস্যু

শশী-বার্তাতেও ভেদাভেদের রাজনীতির ইস্যু

এর আগে কংগ্রেস নেতা শশী থরুর বলেন, দেশ নিয়ে পাকিস্তানের জিন্নাহর যেমন ভাবনা ছিল, তেমনই ভাবনাই জিতে যাচ্ছে। তিনি ভেদাভেদের রাজনীতির প্রসঙ্গ তুলে বলেন, গান্ধীজি ও জিন্নাহর ভাবধারার মধ্যে এখন জিন্নাহর ভাবধারাই আমাদের দেশে জিতছে। আর শশী থরুরের এমন বার্তা নিয়েই শুরু হয়েছে তুমুল শোরগোল। আর তারপর দিগ্বিজয়ের কটাক্ষ সেই আলোচনায় আরও মশলা যুগিয়েছে।

অভিনন্দন যাত্রায় প্রতিদিন নতুন রেকর্ড, উত্তরবঙ্গে ৫০ আসন জিতব, হুঙ্কার দিলীপেরঅভিনন্দন যাত্রায় প্রতিদিন নতুন রেকর্ড, উত্তরবঙ্গে ৫০ আসন জিতব, হুঙ্কার দিলীপের

English summary
Digvijay asks Modi to make National Register of Educated Unemployed Indian Citizens instead of NRC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X