For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিরক্ষামন্ত্রী সীতরমনের আগে যাঁরা সুখোইতে চড়ে ইতিহাস গড়েছেন

ভারতীয় যুদ্ধবিমান সুখোই চালিয়ে নিয়ে যাওয়া নিঃসন্দেহে এক সম্মান জনক অধ্যায়। আর সেনার বাইরে যেকোনও নাগরিকের পক্ষেই তা গর্বের বিষয়।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় যুদ্ধবিমান সুখোই চালিয়ে নিয়ে যাওয়া নিঃসন্দেহে এক সম্মান জনক অধ্যায়। আর সেনার বাইরে যেকোনও নাগরিকের পক্ষেই তা গর্বের বিষয়। সুখোই চালানোর এই অনন্য সম্মান দেশের কয়েকজনই পেয়েছেন। রাজনৈতিক ক্ষেত্র থেকে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, প্রতিভা পাটিল ও কেন্দ্রীয়মন্ত্রী কিরেন রিজিজু ছিলেন এই তালিকায়। আর তাঁদের সঙ্গে নাম যোগ হল প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের। এছাড়াও এই সম্মান গ্রহণের সুযোগ পান ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও ক্রিকেট তারকা ও সচিন তেন্ডুলকার।

সুখোই-এর ইতিহাসে এপিজে আব্দুল কালাম

সুখোই-এর ইতিহাসে এপিজে আব্দুল কালাম

প্রাক্তন ভারতীয় রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামও সুখোইয়ের সওয়ারি হয়েছেন। ২০০৬ সালের ৮ জুন পুনের লোহেগাঁও এয়ার ফোর্স বেস থেকে রওনা হওয়া এই বিমানের অন্যতম পাইলট হিসাবে ছিলেন ভারতের মিসাইলম্যান তথা বৈজ্ঞানিক কালাম।

[আরও পড়ুন:সচিন,ধোনিদের পর এবার নির্মলা সীতারমন, সওয়ারি হলেন সুখোই যুদ্ধ বিমানে, দেখুন ভিডিও][আরও পড়ুন:সচিন,ধোনিদের পর এবার নির্মলা সীতারমন, সওয়ারি হলেন সুখোই যুদ্ধ বিমানে, দেখুন ভিডিও]

সুখোই-এর ইতিহাসে প্রতিভা পাটিল

সুখোই-এর ইতিহাসে প্রতিভা পাটিল

শুধু আব্দুল কালামই নন, প্রাক্তন ভারতীয় রাষ্ট্রপতি প্রতিভা পাটিলও এই অনন্য সম্মান পেয়েছেন। পুনের লোহেগাঁও এয়ার বেস থেকে ২০০৯ সালে ২৫ নভেম্বর সুখোই যুদ্ধ বিমানের পাইলটের আসনে তিনিও বসেছেন।

 সুখোই-এর ইতিহাসে কিরেন রিজিজু

সুখোই-এর ইতিহাসে কিরেন রিজিজু

কেন্দ্রীয়মন্ত্রী কিরেন রিজিজু গত ১৮ মে , ২০১৬ সালে পঞ্জাবের হালওয়ারা এয়ার বেস থেকে এই বিমান উত্তরণের সওয়ারি হন। প্রায় ৩০ মিনিট মতো সুখোই বিমান তিনি ওড়ানোর পর , এই অভিজ্ঞতা নিয়ে উচ্ছসিত হয়ে ওঠেন।

সুখোই-এর ইতিহাসে সচিন তেন্ডুলকার

সুখোই-এর ইতিহাসে সচিন তেন্ডুলকার

এর আগে ২০১১ সালে ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকার সুখোই ৩০ এমকেআই এর সওয়ারি হয়েছেন। তিনি ও পুনের লোহেগাঁও এয়ার বেস থেকে এই যুদ্ধবিমানে সওয়ার হন।

সুখোইয়ের ইতিহাসে মহেন্দ্র সিং ধোনি

সুখোইয়ের ইতিহাসে মহেন্দ্র সিং ধোনি

বায়ুসেনার তরফে এই বিমানে চড়ার আমন্ত্রণ জানানো হয় ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও। ২০১১ সালে তিনি এই গর্বের সফরের আমন্ত্রণ পান।

সুখোইতে ভারতের প্রথম প্রতিরক্ষামন্ত্রী

সুখোইতে ভারতের প্রথম প্রতিরক্ষামন্ত্রী

যুদ্ধ বিমান সুখোই ৩০ এমকেআই -তে দেশের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। বুধবার রাজস্থানের যোধপুর এয়ার বেস থেকে তিনি বিমানে পাইলটের জি স্যুটে বসে এই বিমানের সওয়ারি হন ।

English summary
Thouse who fly fighter jet sukhoi in india Before nirmala sitaraman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X