For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৫ অগাস্ট ও ২৬ জানুয়ারির পতাকা উত্তোলনে কী ফারাক, জেনে নিন তিন নিয়ম

Google Oneindia Bengali News

১৫ অগাস্ট ও ২৬ জানুয়ারি- দু'টি দিনেরই গুরুত্ব দেশের কাছে অপরিসীম। ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস আর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। দুটি দিনই দেশমাতৃকার প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয় সারা দেশে। উত্তোলিত হয় জাতীয় পতাকা। কিন্তু দুদিন জাতীয় পতাকা উত্তোলনের নিয়মে কি কোনও ফারাক রয়েছে? জেনে নিন তিনটি মূল নিয়ম। তাহলেই বোঝা যাবে কোথায় ফারাক?

স্বাধীনতা লাভের প্রায় আড়াই বছর প্রজাতন্ত্র

স্বাধীনতা লাভের প্রায় আড়াই বছর প্রজাতন্ত্র

১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীনতা লাভ করেছিল ভারত। তারপর থেকে বছর বছর এই দিনটি উদযাপন হয়ে আসছে। এবার তার ৭৫ বর্ষপূ্র্তি। আজাদি কা অমৃত মহোৎসব হিসেবে পালন হচ্ছে এবারের স্বাধীনতা দিবস। আর ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীনতা লাভের প্রায় আড়াই বছর পর ১৯৫০-এর ২৬ জানুয়ারি রচিত হয় ভারতের সংবিধান। ওই দিনটি প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস হিসেবে পালিত হয়।

কোথায় পার্থক্য জাতীয় পতাকা উত্তোলনে

কোথায় পার্থক্য জাতীয় পতাকা উত্তোলনে

ওই দুটি বিশেষ দিনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কিন্তু স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের মধ্যে রয়েছে বিশেষ পার্থক্য। কোথায় পার্থক্য, কীভাবে তোলা হয় জাতীয় পতাকা, তা নিয়েই এই বিশেষ প্রতিবেদন। মূলত তিনটি নিয়ম রয়েছে জাতীয় পতাকা উত্তোলনের। তা আলোচনা করলেই সুস্পষ্ট হয়ে যাবে কোথায় রয়েছে পার্থক্য।

পতাকা উত্তোলনের প্রথম পার্থক্য

পতাকা উত্তোলনের প্রথম পার্থক্য

১৫ অগাস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকাটি নীচ থেকে দড়ি টেনে তোলা হয়। তারপর এটি খুলে দেওয়া হয়। এবং উত্তোলন করা হয়। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা লাভকে সম্মান জানাতে এইভাবে পতাকা উত্তোলন করা হয়। ভারতীয় সংবিধানে একে 'ফ্ল্যাগ হোয়েস্টিং' বলা হয়। আর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পতাকাটি বাঁধা থাকে শীর্ষে। তা পরে খোলা হয় এবং উত্তোলন করা হয়। সংবিধানে একে 'ফ্ল্যাগ আনফুর্লিং' বলা হয়।

পতাকা উত্তোলনের দ্বিতীয় পার্থক্য

পতাকা উত্তোলনের দ্বিতীয় পার্থক্য

১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করেন ভারতীয় সংবিধান অনুসারে ভারত সরকারের প্রশাসনিক প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী। ভারত যখন স্বাধীনতা লাভ করে, তখনও সংবিধান কার্যকর হয়নি। ফলে জাতির সংবিধানিক প্রধান তখনও দায়িত্বভার নেননি। তাই সেই থেকেই প্রশাসনিক প্রধান পতাকা উত্তোলন করেন। আর প্রজাতন্ত্র দিবসে অর্থাৎ ২৬ জানুয়ারি রাষ্ট্রপতি জাতির উদ্দেশে ভাষণ দেন। দেশে সংবিধান বাস্তবায়নের স্মরণে পালিত হয়। এই দিন সাংবিধানিক প্রধান বা রাষ্ট্রপতি পতাকা উত্তোলন করেন।

পতাকা উত্তোলনে তৃতীয় পার্থক্য

পতাকা উত্তোলনে তৃতীয় পার্থক্য

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয় লাল কেল্লা থেকে। লাল কেল্লা থেকে পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে প্রজাতন্ত্র দিবসে রাজপথে পতাকা উত্তোলন করা হয়। রাজপথে পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি। তবে শুধু লাল কেল্লা বা রাজপথে নয়, সারা দেশজুড়ে পতাকা উত্তোলন করা হয় এই দুদিন।

ব্রিটিশ ছাড়াও ঐশ্বর্যের টানে বার বার হামলা করেছে বিদেশি শক্তি, কারা ভারতে উপনিবেশ স্থাপন করেছিলব্রিটিশ ছাড়াও ঐশ্বর্যের টানে বার বার হামলা করেছে বিদেশি শক্তি, কারা ভারতে উপনিবেশ স্থাপন করেছিল

English summary
There is difference in national flag hoisting among 15th August Independence Day and 26th January Republic Day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X