For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনপিআর এবং জনগণনার মধ্যে আসলে পার্থক্য কোথায়? জেনে নিন একনজরে

আরও একটা বড় ঘোষণা মোদী সরকারের। মন্ত্রিসভায় এনপিআর বা ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রারে অনুমোন। সঙ্গে সঙ্গে গোটা দেশে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

Google Oneindia Bengali News

আরও একটা বড় ঘোষণা নরেন্দ্র মোদী সরকারের। মন্ত্রিসভায় এনপিআর বা ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রারে অনুমোদন। সঙ্গে সঙ্গে গোটা দেশে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ২০২১ সালের জনগণনার আগে এনপিআর করা হবে। ২০২০ সালের এপ্রিল মাস থেকেই গোটা দেশে শুরু হবে এনপিআর। কিন্তু জনগণনার সঙ্গে এর পার্থক্য কোথায় জেনে নিন।

এনপিআর কী

এনপিআর কী

এনপিআর বা ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার আর কিছুই না কোথায় কতজন বাস করেন তার একটা হিসেব রাখা। শহর, গ্রাম, সাব ডিভিশন, জেলা, উপজেলায় কোথায় কে রয়েছেন তার নথিভুক্ত করণ করা। নাগরিকত্ব আইনের আওতায় এই এনপিআর করা হয়ে থাকে। এখনও পর্যন্ত মাত্র দু'বার এটা করা হয়েছে। কোনও এলাকায় গত ৬ মাস ধরে বা তার বেশি সময় ধরে কারা বসবাস করছেন তার তথ্য সংগ্রহ করা হয়। ভোটার কার্ড তৈরির আগে গনগণের একটি রেজিস্ট্রার তৈরি করা বলা চলে। ২০২০ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত গোটা দেশে এনপিআর করা হবে। কেবল মাত্র অসমে হবে না। কারণ অসমে আগেই এনআরসি করা হয়েছে। তাই এনপিআরের আর প্রয়োজন নেই।

কোন তথ্য নেওয়া হয় এনপিআরে

কোন তথ্য নেওয়া হয় এনপিআরে

বিভিন্ন এজেন্সি মারফত এপিআর করানো হয়ে থাকে। মূলত পরিবারের লোকেদের নাম। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী। বাবার নাম, মায়ের নাম, স্বামী অথবা স্ত্রীর নাম, জন্ম তারিখ, লিঙ্গ, বিবাহিত না অবিবাহিত, জন্মতারিখ, জন্মস্থান, জাতি, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। বর্তমান ঠিকানায় কদিন রয়েছেন-এই সব তথ্য সংগ্রহ করা হয়।

জনগণনা কী

জনগণনা কী

জনগণনা হল দেশের সামগ্রিক জনসংখ্যার হিসেব নেওয়া। প্রত্যন্ত অঞ্চলে গিয়ে তার হিসেব নেওয়া হয়। জনগণনায় ব্যক্তিক আর্থিক অবস্থা। মাসিক আয়, সন্তানের সংখ্যা, মৃতের সংখ্যা, প্রতিবন্ধী, তপশিলি জাতি, উপজাতি, আদিবাসী, ভাষা, ধর্ম, শিক্ষার হার সব তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। জনগণনায় মূলত দেশের আর্থ-সামাজিক পরিস্থিতির বিস্তারিত বিবরণ উঠে আসে। কৃষি, শিল্প বাণিজ্যে দেশের উন্নতি না অবনতি হয়েছে সেটা জানা যায়। জনসংখ্যা বৃদ্ধি এবং হ্রাসের হার জানা যায়। মৃতদের তথ্য সুনিশ্চিত করা যায়।
২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে গোটা দেশে জনগণনা। তবে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ডে ২০২০ সালের অক্টোবর মাস থেকে জনগণনা করা হবে।

English summary
Difference between NPR and Census
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X