For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একই দলে থাকলেও এই গুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধ বাবা-ছেলের

সরকারের আর্থিক নীতি নিয়ে সমালোচনাতেই অটুট থাকলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। যদিও তাঁর ছেলে কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহার দাবি, দেশের অর্থনীতি সঠিক পথেই চলছে

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

সরকারের আর্থিক নীতি নিয়ে তাঁর সমালোচনাতেই অটুট থাকলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। বৃহস্পতিবার ষশবন্তের দাবি, দেশের অর্থনীতি নিয়ে তাঁর বিশ্লেষণই সঠিক। যদিও তাঁর ছেলে কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহার দাবি, দেশের অর্থনীতি সঠিক পথেই চলছে।

একই দলে থাকলেও এই গুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধ বাবা-ছেলের

দিন দুয়েক আগে সর্বভারতীয় দৈনিকে যশবন্ত সিনহা মন্তব্য করেছিলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি গোটা অর্থনীতিকেই ঘেঁটে রেখেছেন। ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে অর্থনীতি চাঙ্গা হওয়ার কোনও আশা তিনি দেখছেন না বলেও মন্তব্য করেছিলেন যশবন্ত সিনহা। একইসঙ্গে তাঁর মন্তব্য ছিল, তিনি যা বলতে চেয়েছেন, তা বিজেপির একটা বড় অংশের মনের কথা। কিন্তু তাঁরা মুখ খুলতে ভয় পান।

যশবন্ত সিনহা সরকারের আর্থিকনীতির সমালোচনা করতে গিয়ে বলেছেন বলেছেন, তিনি জিএসটির সমর্থক। কিন্তু জুলাই মাসে তড়িঘড়ি করে সরকার যেভাবে তার প্রয়োগ করেছে সেই পদ্ধতির তিনি বিরোধী। তাড়াহুড়োর ফলে জিএসটিএন ব্যর্থ হচ্ছে।

একই দলে থাকলেও এই গুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধ বাবা-ছেলের

যশবন্ত সিনহা বলেছেন, বেশ কিছুদিন তিনি চুপ করে ছিলেন। তিনি ভেবেছিলেন, সরকার দেশের অর্থনীতির স্বার্থে কোনও স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করবে। দেশের উন্নয়নের হার নেমে গিয়েছে ৬ শতাংশের নিচে। এই সময়ে সরকারের কোনও প্যাকাজের কথা ঘোষণা করা উচিৎ ছিল। দেশের প্রতি কর্তব্য থেকেই তিনি মুখ খুলেছেন বলে মন্তব্য করেছেন যশবন্ত সিনহা।

দেশের অর্থনীতির খারাপ পরিস্থিতিতে নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া উচিৎ হয়নি বলেই মন্তব্য করেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই পরিস্থিতিতে জিএসটি লাগুর সিদ্ধান্তের সমালোচনা করেছেন তিনি।

দেশের অর্থনীতি নিয়ে সরকারকে নতুন করে আক্রমণ করেছেন যশবন্ত সিং। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতি নিম্নগামী। সাধারণভাবে অর্থনীতির জন্য পূর্বতন কংগ্রেস সরকারকে দায়ী করা হয়। কিন্তু প্রায় ৪০ মাস ক্ষমতায় থাকার পর আগেকার সরকারকে আদৌ দায়ী করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন যশবন্ত।

বর্তমান প্রজন্ম কাজ চায়। কিন্তু প্রতিদিনের মজুরি নেই বলে মন্তব্য করেছেন যশবন্ত সিনহা। কংগ্রেসের অর্থমন্ত্রীদের বাদ দিলে, তিনিই একমাত্র যিনি দেশের পক্ষে সাতটি বাজেট পেশ করেছেন বলে জানিয়েছেন যশবন্ত।

একই দলে থাকলেও এই গুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধ বাবা-ছেলের

অর্থনীতি নিয়ে যশবন্ত সিনহা সরকারের সমালোচনা করলেও সরকারের পক্ষেই মুখ খুলেছেন যশবন্ত সিনহার ছেলে জয়ন্ত সিনহা। বিমান পরিবহণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত সিনহা বলেছেন, সরকারের আর্থিক নীতি দীর্ঘ মেয়াদের ভিত্তিতে প্রভাব ফেলবে। যা কর্ম সংস্থানেও সাহায্য করবে। এই ধরনের মন্তব্য সংকীর্ণ ধারণা থেকে করা হয়েছে বলে জানিয়েছেন জয়ন্ত সিনহা।

যশবন্ত সিনহার দাবিকে সমর্থন করেছেন বিজেপির অপর সাংসদ শত্রুঘ্ন সিনহা। বিজেপির অপর সঙ্গী শিবসেনা বিজেপিকে চ্যালেঞ্জ করে বলেছে, তারা প্রমাণ করে দেখাক যশবন্ত সিনহার মন্তব্য ভুল।

English summary
Former finance minister Yashwant Sinha defends his criticism of government's economy and says 'I stand by my analysis.' Although his son and union minister Jayant Sinha has defended the government's economic policies.Former finance minister Yashwant Sinha defends his criticism of government's economy and says 'I stand by my analysis.' Although his son and union minister Jayant Sinha has defended the government's economic policies.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X