For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের এই রাজ্যে ডিজেলের দাম টপকে গেল পেট্রোলকে

ওড়িশায় এখানে ডিজেলের দাম টপকে গেল পেট্রোলের দামকে।

  • |
Google Oneindia Bengali News

সারা দেশে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী। তার মধ্যে সবচেয়ে এগিয়ে মুম্বই। এখানে পেট্রোল-ডিজেলের দাম সবচেয়ে বেশি। প্রায় সব রাজ্যেই পেট্রোলের দাম ডিজেলের চেয়ে বেশি। তবে একমাত্র ব্যতিক্রম পূর্বের রাজ্য ওড়িশা। এখানে ডিজেলের দাম টপকে গেল পেট্রোলের দামকে। যার সরাসরি প্রভাব পড়তে চলেছে আমজনতার উপরে। ফলে বেশ চাপে নবীন পট্টনায়েকের সরকার।

সারা দেশে এই প্রথম

সারা দেশে এই প্রথম

সারা দেশে এমন ঘটনা এই প্রথম। যার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়তে চলেছে বলে আশঙ্কায় ওড়িশার আমজনতা। রবিবার ওড়িশায় ডিজেল বিক্রি হয়েছে লিটারে ৮০.৬৯ থেকে ৮০.৭৮ টাকার মধ্যে। এদিকে পেট্রোলের দাম ছিল ৮০.৫৭ থেকে ৮০.৬৫ টাকা।

শনিবারই ডিজেলের দাম বেড়েছিল

শনিবারই ডিজেলের দাম বেড়েছিল

ঘটনা হল, শনিবারই ডিজেলের দাম পেট্রোলকে ছাড়িয়ে চলে গিয়েছিল। লিটারে ৬-৭ পয়সা বেশি ছিল। রবিবার সেই ফারাক আরও বেড়ে যায়। দেশের অন্য কোনও রাজ্যে এই অবস্থা হয়নি বলে জানা গিয়েছে।

ওড়িশায় অন্য নিয়ম

ওড়িশায় অন্য নিয়ম

জানা গিয়েছে, ওড়িশা সরকার পেট্রোল ও ডিজেলের উপরে একই শতাংশ ভ্যাট বসায়। ২৬ শতাংশ ভ্যাট বসানো হয়। যার ফলে ডিজেলের দাম পেট্রোলের চেয়ে বেড়ে গিয়েছে। অন্য রাজ্যে ডিজেলের ভ্যাট কম থাকে।

সমস্যায় আমজনতা

সমস্যায় আমজনতা

ওড়িশা সাধারণভাবে বিভিন্ন পণ্য অন্য রাজ্য থেকে আমদানি করে। ভোজ্য তেল, চিনি, নুন, সবজি, ফল, মাছ, মাংস, ডিম সবই আমদানি করা হয়। আর এসবই ডিজেল চালিত গাড়িতে রাজ্যের নানা জায়গায় পৌঁছে যায়। ফলে সরাসরি আমজনতার পকেটে টান পড়তে চলেছে তাতে কোনও সন্দেহ নেই।

English summary
Diesel price speeds past petrol price in Odisha, First in the country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X