For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের বাজারে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ, রাজ্যগুলিকে পদক্ষেপে অনুরোধ কেন্দ্রীয়মন্ত্রীর

বিদেশের বাজারে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে বেড়েছে ডিজেলের দাম। দিল্লিতে এই মূহূর্তে ডিজেলের দাম সর্বোচ্চ। লিটার পিছু ৬০. ৬৬ টাকা।

  • |
Google Oneindia Bengali News

বিদেশের বাজারে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে বেড়েছে ডিজেলের দাম। দিল্লিতে এই মূহূর্তে ডিজেলের দাম সর্বোচ্চ। লিটার পিছু ৬০. ৬৬ টাকা।

দেশের বাজারে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ, রাজ্যগুলিকে পদক্ষেপে অনুরোধ কেন্দ্রীয়মন্ত্রীর

আন্তর্জাতিক বাজারে ব্যারেল পিছু ডিজেলের দাম এই মুহূর্তে ৬৮ ডলার। ২০১৫-র পর থেকে যা সর্বোচ্চ। কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, এক্ষেত্রে গ্রাহকদের সুবিধা করে দিতে পারে একমাত্র রাজ্য সরকারগুলিই।

কেন্দ্রই শুধুমাত্র তেলের ওপর কর বসায়নি। রাজ্য সরকারগুলিও পেট্রোল এবং ডিজেলের ওপর কর বসিয়ে সুবিধা পাচ্ছে। কেন্দ্র পেট্রোলিয়াম পণ্যের ওপর থেকে লিটার পিছু ২ টাকা করে কর কমিয়েছে। রাজ্যগুলিরও উচিত ভ্যাট কমিয়ে এবিষয়ে পদক্ষেপ করা। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

বিদেশের বাজারে অপরিষোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় দেশেও তার প্রভাব পড়েছে। দিল্লিতে ডিজেলের মূল্য সর্বোচ্চ লিটার পিছু ৬০.৬৬ টাকা। পেট্রোলের দাম লিটার পিছু ৭০.৫৩ টাকা।

ডিসেম্বরে ব্যারেল পিছু অপরিষোধিত তেলের দাম ছিল ৬২.২৯ ডলার। এর আগে ২০১৫-র মে মাসে যা ছিল ৬৩.৮২ ডলারে। ২০১৪-র নভেম্বর থেকে ২০১৬-র জানুয়ারি মধ্যে কেন্দ্র পেট্রোলে ১১.৭৭ টাকা এবং ডিজেলে ১৩.৪৭ টাকা এক্সাইজ ডিউটি বাড়িয়েছিল।

৩ অক্টোবর কেন্দ্র এক্সাইজ ডিউটি কমানোর সঙ্গে সঙ্গে গুজরাত, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকার ভ্যাটের পরিমাণ কমিয়ে দিয়েছিল। কিন্তু অন্য রাজ্যগুলি এই সিদ্ধান্তে সামিল হয়নি। সেই সময় থেকে জ্বালানি তেল বাবদ গ্রাহকদের বেশি টাকা মেটাতে হয়েছে।

দেশের বাজারে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ, রাজ্যগুলিকে পদক্ষেপে অনুরোধ কেন্দ্রীয়মন্ত্রীর

দেশের বাজারে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ, রাজ্যগুলিকে পদক্ষেপে অনুরোধ কেন্দ্রীয়মন্ত্রীর

English summary
diesel price has hit its highest ever in delhi at rs 60.66
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X