For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাতে প্রচারে গিয়ে খিচুড়িকেই কি ঘুরিয়ে জাতীয় খাবার হিসাবে প্রচার রাহুলের

বৃহস্পতিবার গুজরাতে স্থানীয় হোটেলে রাতের খাবারে খেয়েছেন খিচুড়ি। যা দেখে কেউ কেউ বলছেন, রাহুল কি খিচুড়ি খেয়ে ঘুরিয়ে এটিতে জাতীয় খাবারের মর্যাদা দেওয়ার দাবি করে ফেললেন?

  • |
Google Oneindia Bengali News

গুজরাত নির্বাচনের প্রাক্কালে সেরাজ্যে নানা জায়গায় সভা করছেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশে ফেরেন রায়বরেলির এনটিপিসি পাওয়ার প্লান্টে দুর্ঘটনার কারণে। ফের বিকেলে গুজরাতে ফিরে গিয়েছেন তিনি। রাতে গুজরাতে জাতীয় সড়কের ধারে একটি ধাবায় সকলের সঙ্গে মিলে খাবারও খান কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি রাহুল।

খিচুড়িকেই কি ঘুরিয়ে জাতীয় খাবার হিসাবে প্রচার রাহুলের

শুধু ঘুরে ঘুরে প্রচার বা জনসভাই নয়, রাহুল মানুষের ভিড়ে মিশে যাচ্ছেন। ব্যক্তিগত স্তরে গিয়ে কথা বলছেন। চা-সিঙ্গাড়া খেয়ে গল্প করছেন। তবে বৃহস্পতিবার স্থানীয় হোটেলে রাতের খাবারে খেয়েছেন খিচুড়ি। যা দেখে কেউ কেউ বলছেন, রাহুল কি খিচুড়ি খেয়ে ঘুরিয়ে এটিতে জাতীয় খাবারের মর্যাদা দেওয়ার দাবি করে ফেললেন?

হোটেলে আরও অনেক গুজরাতি খাবার ছিল। তবে সব ছেড়ে রাহুল খিচুড়ি অর্ডার করেন। তার মানে কি কংগ্রেসের তরফে ঘুরিয়ে খিচুড়ি নিয়ে বার্তা দিলেন রাহুল? উঠছে প্রশ্ন। জাতীয় খাবার কী হবে তা নিয়ে গত কয়েকদিন ধরেই স্যোশাল মিডিয়ায় জোর আলোচনা চলছে।

খিচুড়ি বিতর্কে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরত কউর বাদল জানিয়েছেন, খিচুড়িকে জাতীয় খাবারের মর্যাদা দেওয়া হয়নি। তবে আগামী ৪ নভেম্বর দিল্লিতে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া অনুষ্ঠানে ৮০০ কোজি খিচুড়ি বানিয়ে বিশ্বের সামনে এই ভারতীয় খাবারকে জনপ্রিয় করে তোলার উদ্যোগ নেওয়া হবে।

আগামী ৯ ও ১৪ ডিসেম্বর গুজরাত বিধানসভা নির্বাচন। রাহুলের নেতৃত্বে কংগ্রেস ফের একবার গুজরাতে ক্ষমতায় ফেরার চেষ্টা চালাচ্ছে। গত দুই দশক ধরে বিজেপি গুজরাতে ক্ষমতা ধরে রেখেছে। সেই অবস্থার বদল করতে মুখিয়ে কংগ্রেস।

English summary
Did Rahul endorse khichdi as national dish after enjoying the food in Gujarat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X