For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সিএএ নিয়ে এমন প্রতিবাদ আশা করিনি', কোন 'ভুল' হয়েছে জানালেন সুশীল মোদী

'সিএএ নিয়ে এমন প্রতিবাদ আশা করিনি', কোন 'ভুল' হয়েছে জানালেন মোদী

  • |
Google Oneindia Bengali News

গোটা দেশে এই মুহূর্তে ধীক ধীক করে জ্বলছে সিএএ নিয়ে প্রতিবাদের মেজাজ। দিল্লির শাহিনবাগ থেকে কলকাতার পার্ক সার্কাস, সমস্ত দিকেই একমাস কেটে যাওয়ার পরও জোরকদমে চলছে সিএএ বিরোধী আন্দোলন। আর সরকার বিরোধী সেই আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল কুমার মোদী।

সিএএ নিয়ে এত বড় আন্দোলন কি আশা করেছিলেন মোদীরা? জবাব দিলেন সুশীল মোদী

সিএএ নিয়ে এত বড় আন্দোলন কি আশা করেছিলেন মোদীরা? জবাব দিলেন সুশীল মোদী

সুশীল মোদী এক সাম্প্রতিক সাক্ষাৎকারে জানিয়ে দেন এমন বড়সড় প্রতিবাদ আন্দোলন সিএএ নিয়ে তাঁরা আশা করেননি। তিনি বলেন, ' হতে পারে যে আমরা মানুষকে বোঝাতে পারিনি। বিরোধীরা অনেক সময় দিয়েছে মানুষকে ভুল বোঝাতে। তবে আমরা দেখেছি ,তিল তালাকারে বিরুদ্ধে ব়ড়সড় প্রতিবাদ। ধীরে ধীরে মানুষ বুঝতে পারছেন সিএএ আসলে কী।'

বিহারের নির্বাচন ও নাগরিকত্ব ইস্যুতে বিক্ষোভ

বিহারের নির্বাচন ও নাগরিকত্ব ইস্যুতে বিক্ষোভ

নাগরিকত্ব ইস্যুতে বিহারের ২০ টি আলাদা আলাদা জায়গায় বেশ কয়েক সপ্তাহে দেখা গিয়েছে প্রতিবাদ। আর এমন বিক্ষোভ বিহারের নির্বাচনের আগে প্রাসঙ্গিক হয়ে উঠছে। আর সেই প্রসঙ্গ তুলে এদিন সুশীল মোদী বলেন, ' এটা বিরোধীদের তোলা একটি জিগির। তাঁদের বোঝা উচিত যে যতই সিএএ নিয়ে মেরুকরণ হবে, ততই বিজেপি শক্তপোক্ত হবে। সিএএ পন্থী আন্দোলনও দেখা গিয়েছে। তবে মিডিয়া তাতে নজর দিচ্ছে না। '

এনআরসি নিয়ে কী বক্তব্য মোদীর?

এনআরসি নিয়ে কী বক্তব্য মোদীর?

প্রসঙ্গত, বিহারের মুখ্যমন্ত্রী ও বিজেপির জোট শরিক জেডিইউ সাফ জানিয়েছে যে তারা কোনও মতেই এনআরসি বিহারে লাগু হতে দেবে না। আর তার পর বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী জানিয়ে দেন যে 'আমাদের সর্বোচ্চ নেতা যখন বলে দিয়েছেন যে এনআরসি হবে না। তখন সেখানেই বিষয়টি শেষ হয়ে গিয়েছে। ' প্রসঙ্গত, এর আগে দিল্লি নির্বাচনে র প্রচারে গিয়ে রামলীলা ময়দান থেকে প্রধানমন্ত্রী মোদীও ঘোষণা করেন যে লাগু হবে না এনআরসি।

বিজেপি পেল নতুন হাতিয়ার! ৩ শক্তির জোটকে হুঁশিয়ারি রাহুল সিনহারবিজেপি পেল নতুন হাতিয়ার! ৩ শক্তির জোটকে হুঁশিয়ারি রাহুল সিনহার

English summary
Did not anticipate such protests… maybe we were not able to convince people says Sushil Kumar Modi .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X