For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর পকেটে কি টাকার ওয়ালেট থাকে? জবাবে আসল সত্যি সামনে আনলেন প্রধানমন্ত্রী

নোট বাতিলের পর থেকেই 'ডিজিটাল ইন্ডিয়া' র বার্তা দিয়ে নরেন্দ্র মোদীর সরকার বারবার বলেছে, নগদের থেকে এবার জোর দেওয়া হবে অনলাইনের লেনদেনে।

Google Oneindia Bengali News

নোট বাতিলের পর থেকেই 'ডিজিটাল ইন্ডিয়া' র বার্তা দিয়ে নরেন্দ্র মোদীর সরকার বারবার বলেছে, নগদের থেকে এবার জোর দেওয়া হবে অনলাইনের লেনদেনে। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে মোদীকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি আদৌ নিজের পকেটে টাকার ওয়ালেট নিয়ে ঘোরেন? জবাবে মোদী কী বলেছেন দেখে নেওয়া যাক।

'২০০১ সাল থেকে টাকা দেখেছি'

'২০০১ সাল থেকে টাকা দেখেছি'

প্রশ্নের জবাবে মোদী জানান,' আমার টাকা ছিল না , তাই সেটা নেওয়ার জন্য ওয়ালেটেরও প্রয়োজন পড়েনি। যদি ওয়ালেট নিতেই হয়,তাতে তো টাকা রাখবার প্রয়োজন! ২০০১ সালে আমি প্রথমবার বিধায়ক হয়েছি, তখন আমি টাকা পেতে শুরু করি। এরপর একটি ব্য়াঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলি। তারপর টাকা আসে। আমি মুখ্যমন্ত্রী হয়েছি, প্রধানমমন্ত্রী হয়েছি। আমি এখন শুধু আমার মাসিক খরচের জন্য টাকা তুলি,আর আমার স্টাফদের দিয়ে দি , তাঁরা নিজেদের মতো করে খেয়াল রাখে। আমি পকেটে কিছু রাখি না। '

মায়ের থেকেই তিনি টাকা নিতেন

মায়ের থেকেই তিনি টাকা নিতেন

এর আগেও একটি সাক্ষাৎকারে মোদী জানিয়েছিলেন যে, তাঁর মায়ের থেকেই তিনি টাকা নিয়ে থাকেন। পাশাপাশি তিনি জানান,যে মোদীর পরিবার কখনওই সরকারি টাকা থেকে খরচ বহন করেনি।

নিয়মানুবর্তিতা

নিয়মানুবর্তিতা

মোদী এই সাক্ষাৎকারে জানান, সারা জীবন তিনি নিয়মানুবর্তিতা মেনে চলেছেন। তবে সিনেমা দেখা যদি বিলাসিতা হয়, মোদীর দাবি তা তিনি করেছেন। তিনি ছোট বেলায় সিনেমা দেখতে ভালোবাসতেন। তবে বিনামূল্যে বহু ছবি দেখেছেন তিনি। এমনই দাবি করেছেন মোদী।

English summary
Did Modi ever carry a wallet, here is PM's answer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X