For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্মার্ট ফোন না থাকলে কীভাবে ব্যবহার করবেন আরোগ্য সেতু অ্যাপ? জানুন বিস্তারিত

Google Oneindia Bengali News

স্মার্ট ফোন না থাকলেও এবার থেকে ব্যবহার করা যাবে আরোগ্য সেতু অ্যাপ। এবার কেন্দ্র এই অ্যাপের ক্ষেত্রে আইভিআরএস সার্ভিস চালু করেছে। টোল ফ্রি নম্বর ১৯১২-তে ফোন লাগালেই ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স সার্ভিসের মাধ্যমে আপনার কাছে চলে আসবে সমস্ত তথ্য। আপাতত হিন্দি ও ইংরেজির পাশাপাশি ১১টি আঞ্চলিক ভাষায় এই সার্ভিস চালু থাকবে।

প্রকোপ রোখার উদ্দেশে চালু করা হয়েছিল আরোগ্য সেতু

প্রকোপ রোখার উদ্দেশে চালু করা হয়েছিল আরোগ্য সেতু

কয়েকদিন আগেই করোনা ভাইরাসের প্রকোপ রোখার উদ্দেশে চালু করা হয়েছিল আরোগ্য সেতু। জানা গিয়েছে এই লকডাউন চলার সময় এই অ্যাপই নাকি ইলেকট্রনিক পাস হিসেবে কাজ করবে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো-বৈঠকে এমন ইঙ্গিতই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরোগ্য সেতু অ্যাপের নকল ভার্সন

আরোগ্য সেতু অ্যাপের নকল ভার্সন

তবে অভিযোগ উঠেছে, আরোগ্য সেতু অ্যাপের নকল ভার্সন এসেছে গুগল অ্যাপে। এটা ডাউনলোড করলে আপনার মোবাইল থেকে সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। এমনই খবর প্রকাশ করে তাদের জওয়ানদের সতর্ক করে দিল। পাশাপাশি নির্দেশিকা জারি হয়েছে যে mygov.in থেকেই যেন অ্যাপটি ডাউনলোড করা হয়।

মোবাইল অ্যাপের মাধ্যমে করোনা মোকাবিলা জাপান কোরিয়ায়

মোবাইল অ্যাপের মাধ্যমে করোনা মোকাবিলা জাপান কোরিয়ায়

প্রসঙ্গত, মোবাইল অ্যাপের মাধ্যমে দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর কী ভাবে কনট্যাক্ট ট্রেসিং বা সংক্রমণের উ‌ৎস খোঁজার ক্ষেত্রে বড়সড় সাফল্য পেয়েছে। মোদী সরকারও এই কাজটাই করার জন্য আনা হয় এই আরোগ্য সেতু অ্যাপটি। ভবিষ্যতে অ্যাপটি ই-পাসের কাজ করতে পারে। তাতে যাতায়াতে সুবিধে হবে। বলে দাবি কেন্দ্রের।

কী ভাবে কাজ করে অ্যাপটি?

কী ভাবে কাজ করে অ্যাপটি?

আরোগ্য সেতু অ্যাপ স্মার্টফোনে ডাউনলোডের পরে নিজের ফোন নম্বর দিয়ে রেজিস্টার করতে হয়। অ্যাপটিতে নিজের শারীরিক অবস্থা, সম্প্রতি বিদেশ সফর করেছেন কি না, কোনও অসুস্থতা রয়েছে কি না, ইত্যাদি তথ্য পূরণ করলেই জানা যায়, সংশ্লিষ্ট ব্যবহারকারীর কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি কতটা।

কী ভাবে সাহায্য করবে এই অ্যাপ?

কী ভাবে সাহায্য করবে এই অ্যাপ?

অ্যাপটি যাতে ঠিখঠাক কাজ করে তার জন্য, জিপিএস লোকেশন অন রাখতে হয়। ফলে অ্যাপ খুলেই জানা যাবে, আশেপাশে কত জন আরোগ্য সেতু ব্যবহারকারী রয়েছেন। প্রত্যেক ব্যবহারকারীর দেওয়া তথ্য ও তাঁদের গতিবিধি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে নজরে রাখবে অ্যাপ। সংগৃহীত সেই তথ্যের মাধ্যমেই যে-কেউ জানতে পারবেন, কোন এলাকায় গেলে সংক্রমণের ঝুঁকি রয়েছে। কিংবা কোভিডের উপসর্গ রয়েছে, এমন কারও সংস্পর্শে তিনি এসেছিলেন কি না।

English summary
Dial 1921 to access Aarogya Setu to use ivrs in case of no smart phone
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X