For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যারা 'ভারত মাতা কি জয়' বলবেন শুধু তাদেরই ভারতে থাকার অধিকার রয়েছে, মন্তব্য ধর্মেন্দ্র প্রধানের

Google Oneindia Bengali News

যারা 'ভারত মাতা কি জয়' বলবেন কেবলমাত্র তারাই ভারতে থাকা অধিকারী। এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার বিরোধীদের সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে জারি বিক্ষোভএর সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, 'ওরা চায় দেশটাকে একটি ধর্মশালায় পরিণত করতে।'

'দেশকে কি আজ আমরা একটি ধর্মশালায় পরিণত করে দেব'

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'দেশকে স্বাধীন করার জন্য ভগত সিং, নেতাজি সুভাষ চন্দ্র বোসের মত মহান ব্যক্তিত্বরা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। সেই দেশকে কি আজ আমরা একটি ধর্মশালায় পরিণত করে দেব এই বিরোধীদের দাবি অনুযায়ী?'

'চ্যালেঞ্জটিকে মেনে নিয়ে কাজ করতে হবে'

'চ্যালেঞ্জটিকে মেনে নিয়ে কাজ করতে হবে'

এরপর তিনি বলেন, 'আমাদের এই চ্যালেঞ্জটিকে মেনে নিয়ে কাজ করতে হবে। আমাদের সুনিশ্চিত করতে হবে যে যারা ভারত মাতা কি জয় উচ্চারণে পিছপা হন না, কেবল মাত্র সেই মানুষরাই যেন ভারতবর্ষে থাকতে পারে। স্বাধীনতা কি আমরা এই জন্য পেয়েছিলাম যাতে এই দেশ ধর্মশালা হয়ে যায়। আজ স্বাধীনতার ৭০ বছর পর আমেদের কেন দেশের নাগরিকত্ব নিয়ে এরকম পরিস্থিতি তৈরি করছে বিরোধীরা?'

নতুন আইন নিয়ে মানুষকে সচেতন করবে বিজেপি

নতুন আইন নিয়ে মানুষকে সচেতন করবে বিজেপি

দেশের নতুন এই নাগরিকত্ব আইন নিয়ে বিতর্ক ও অশান্তির অন্ত নেই। এরই মাঝে আগামী বছরের শুরুর থেকেই এই বিষয় মানুষকে সচেতন করতে পরিকল্পনা তৈরি করেছে বিজেপি। বিশেষ করে দেশের মুসলিম নাগরিকদের এই আইন নিয়ে অভয় দেওয়া সেই পরিকল্পনার মূল লক্ষ্য। বিজেপির অভিযোগ, বিরোধীরা সিএএ নিয়ে দেশের মুসলিমদের ভুল বোঝাচ্ছে। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিরোধী দলগুলি যেই অপপ্রচার চালাচ্ছে তা রুখতে হবে। পাশাপাশি দেশের মুসলিম সমাজের মনে বিরোধীরা জাতীয় নাগরিক পঞ্জি ও জাতীয় জনসংখ্যা পঞ্জি নিয়েও ভয়ের সঞ্চার করেছে। সেই ভয় দূর করতে বদ্ধপরিকর বিজেপি।

English summary
Dharmendra Pradhan said that those who are ready to say Bharat Mata Ki Jai can live in india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X