For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Dhanteras 2021: ধনতেরসে মাত্র এক টাকাতেই কিনতে পারবেন সোনার কয়েন! রইল গোটা প্রক্রিয়া

Dhanteras 2021: ধনতেরসে মাত্র এক টাকাতেই কিনতে পারবেন সোনার কয়েন! রইল গোটা প্রক্রিয়া

  • |
Google Oneindia Bengali News

Dhanteras 2021: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা! অন্ধকারকে কাটিয়ে আলোর উৎসবে মেতে উঠবে দেশের মানুষ। তবে দিওয়ালির আগে থেকেই উৎসব শুরু হয়ে যায়। দিওয়ালির আগে ধনতেরস উৎসব শুরু হয়ে যায়। যা কিনা খুব মহত্ব রয়েছে। এইদিনে সোনা-রুপো কেনার চল রয়েছে। মানা হয় এই দিনে যদি সোনা কিংবা রুপোর কিছু কেনা হয় তাহলে নাকি সংসারে লক্ষ্মীর আগমন ঘটবে। আর এই বিশ্বাস থেকেই এই সময়ে মানুষ সোনা কিংবা রুপো কেনার জন্যে ভিড় করেন দোকানে।

করোনাতে লোকের পকেটে টান!

করোনাতে লোকের পকেটে টান!

দীর্ঘ দুই বছর ধরে দেশে করোনা পরিস্থিতি চলছে। করোনা কারনে মানুষের রোজগার কমেছে। এমনকি বহু লোকের চাকরি পর্যন্ত নেই। তবে এই প্রতিবেদনে এমন একটা স্কিমের বিষয়ে ঘোষণা করা হবে যে যাতে সুবিধা হবে। এই স্কিমে মাত্র এক টাকাতে সোনার টাকা কিনতে পারবেন। অবাক লাগছে শুনতে? ভাবছেণ তো বাজে কথা!! একেবারেই না। এই দিওয়ালিতে মাত্র এক টাকাতে আপনি ডিজিটাল গোল্ড (Digital Gold) কিনতে পারবেন। এতে অনেকটাই আপনি উপকৃত হবেন।

একাধিক সংস্থা অসাধারণ কয়েকটি অফার নিয়ে এসেছে

একাধিক সংস্থা অসাধারণ কয়েকটি অফার নিয়ে এসেছে

করোনা পরিস্থিতিতে বদলে গিয়েছে লেনদেনের মাধ্যম। এখন অনেক বেশি করে মানুষ ডিজিটাল লেনদেনে ভরসা করছে। যদিও বর্তমানে ক্যাশলেস ইকোনমি (Cashless Economy) কে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন অফার ঘোষণা করা হচ্ছে। কার্যত সব জায়গাতেই ডিজিটাল পেমেন্ট করা হচ্ছে। ছোট হোক কিংবা বড় সব ক্ষেত্রেই ডিজিটাল (Digital Payment) পেমেন্ট করা হচ্ছে। দিওয়ালিতে গ্রাহকদের আরও আকর্ষিত করতে ডিজিটাল পেমেন্ট সার্ভিস Paytm, Google Pay, Phone Pay-এর তরফে একাধিক অফার দেওয়া হচ্ছে।

এছাড়াও HDFC Bank Securities, মতিলাল ওসবাল সহ একাধিক brokerage house-ডিজিটাল গোল্ড কেনার ক্ষেত্রে একাধিক অফার ঘষনা করতে চলেছে। ফলে ডিজিটাল গোল্ড কেনার কথা ভাবলে ব্যাঙ্ক কিংবা ডিজিটাল পেমেন্ট সার্ভিস অ্যাপ ডাউনলোড করে বিস্তারিত জানুন।

কীভাবে গোল্ড কয়েন কিনবেন?

কীভাবে গোল্ড কয়েন কিনবেন?

গোল্ড কয়েন কিনতে চাইলে সবথেকে আগে গুগুল পে'তে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।
এরপর আপনাকে সেখানে গোল্ড অপশনে ক্লিক করতে হবে।
এরপর সেখানে পেমেন্ট করে খুব সহজেই ডিজিটাল গোল্ড কেনা যাবে।
আপনার এই সোনা মোবাইল ওয়ালেটের গোল্ড লকারে সুরখিত থাকবে ।
তবে সবথেকে বড় ব্যাপার হল যখন হক এই সোনা আপনি বিক্রি করে টাকা কিংবা নিতে পারবেন। এমনকি কাউকে গিফট করা যেতে পারে। আবার নিজের কাছেও নিয়ে রাখতে পারবেন।
জদি আপনি সোনাটা বিক্রি করতে চান তাহলে 'Sell Button' অপশনে ক্লিক করতে হবে। কাউকে উপহার হিসাবে দিতে চাইলে 'Gift BUtton' অপশনে ক্লিক করতে হবে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Dhanteras: You can buy Gold coin by 1 rupee only, Dhanteras 2021:
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X