ধনতেরসের দিন কলকাতায় সোনা-রূপার দাম কত! কেনাকাটার আগে চোখ রাখুন এই তালিকায়
ধনতেরসের দিন সকাল থেকেই কেনাকাটা ঘিরে ব্যস্ততা থাকে বিভিন্ন জায়গায়। বিশেষ করে জুয়েলারির দোকান থেকে বাসনের দোকান সর্বত্রই থাকে এই ব্যস্ততা। তবে, এদিন সোনা কেনার জন্য আগ্রহ বেশি লক্ষ্য করা যায়। দেখে নেওয়া যাক এদিন কোন শহরে সোনার দাম কিরকম। শুধু সোনা নয়, এদিন দেশের বড় শহরগুলিতে রূপোর দামই বা কত, চোখ বুলিয়ে নেওয়া যাক।

কলকাতায় সোনার দাম
ধনতেরসের দিন কলকাতায় বেলা ১২ টার আগে২২ ক্যারেট সোনার দাম ৩১,৩১০টাকা, অন্যদিকে ২৪ ক্যারেট সোনার দাম ৩২,৯৬০ টাকা। রাজধানী দিল্লিতে এই দাম , ২২ ক্যারেটের ক্ষেত্রে ৩১,০৬০ টাকা, ২৪ ক্যারেটের ক্ষেত্রে ৩২,৮১০ টাকা।

মুম্বই-চেন্নাইতে দাম কত?
চেন্নাইতে বেলা ১২ টার আগে ২২ ক্যারেট সোনার দাম ৩০,৪০০ টাকা আর ২৪ ক্যারেটের দাম ৩১,৭১০ টাকা। অন্যদিকে , মুম্বইতে বেলা ১২ টার আগে ২২ ক্যারেট সোনার দাম ৩১ ,২১০ টাকা, ও ১৪ ক্যারেট সোনার দাম ৩২, ২৬০ টাকা।

দাম কম কর্ণাটক- কেরলে!
কেরলে এদিন ২২ ক্যারেট সোনার দাম ২৯,৫১০ টাকা ২৪ ক্যারেটের দাম ৩৩,৭৯০। বেঙ্গালুরুতে ২২ ক্যারেট সোনার দাম বেলা ১২ টার আগে, ২৯,৮১০ টাকা, অন্যদিকে, ২৪ ক্যারেটের দাম ৩১, ৬২০ টাকা।

রূপার দাম কলকাতায় কত?
কলকাতায় বেলা ১২ টার আগে আজ রূপোর দাম , ১০ গ্রামের দাম ৪১৩ টাকা, ১০০ গ্রামের গাম ৪,১৩০ টাকা। দিল্লি সহ দেশের বাকি মেগাসিটিতে রূপোর দাম একই বেলা ১২ টার আগে পর্যন্ত।।