For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আততায়ী হামলা : গুলিবিদ্ধ হয়ে নিহত ধানবাদের প্রাক্তন ডেপুটি মেয়র

আততায়ীর গুলিতে মারা গেলেন ধানবাদের প্রাক্তন ডেপুটি মেয়র নীরজ সিং। ধানবাদের রাস্তায় মঙ্গলবার রাতে তাঁর গাড়িকে গুলিতে ঝাঁঝরা করে দেয় হামলাকারীরা।

  • |
Google Oneindia Bengali News

ধানবাদ, ২২ মার্চ: আততায়ীর গুলিতে মারা গেলেন ধানবাদের প্রাক্তন ডেপুটি মেয়র তথা কংগ্রেস নেতা নীরজ সিং। ধানবাদের রাস্তায় মঙ্গলবার রাতে তাঁর গাড়ি গুলিতে ঝাঁঝরা করে দেয় হামলাকারীরা।

আততায়ীদের এই হামলায় নীরজ সহ মারা গিয়েছেন আরও ৪ জন। নীরজের দেহরক্ষী, গাড়ির চালক, ও তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু এই ঘটনায় মারা যান।

আততায়ী হামলা : গুলিবিদ্ধ হয়ে নিহত ধানবাদের প্রাক্তন ডেপুটি মেয়র

পুলিশ সূত্রের দাবি, মঙ্গলবার রাতে নীরজ বাড়ি ফেরার সময়ই আততায়ীরা তাঁর গাডি় লক্ষ্য করে গুলি চালায়। স্পিড ব্রেকারের কাছে আসতেই গাড়ির গতি যখন কম ছিল তখনই গাডট়িকে গুলিতে ঝাঁঝরা করা হয় বলে খবর। ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে ৫০ টি একে ৪৭ এপর খোল। জানা গিয়েছে নীরজের গাড়িতে রয়েছে ১৭ টি বুলেটের দাগ।

এদিকে ঘটনা কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনী টহল দিচ্ছে ধানবাদ জুড়ে। পাশাপাশি, বন্দুকবাজদের খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ। সিল করা হয়এছে ঝাড়খণ্ড-পশ্চিমবঙ্গ সীমান্ত।

English summary
Unidentified gunmen opened indiscriminate firing at a car killing former deputy mayor Neeraj Singh and three others. Singh, his friend Ashok Yadav, his driver and a bodyguard were killed in the shootout.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X