For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১২ বছরের বেশি বয়সীদেরও কোভ্যাক্সিন! ডিজিসিআই-এর অনুমোদন পেল ভারত বায়োটেক

১৮ বছরের বেশি বয়সীদের টিকাকরণ সম্পূর্ণ হতে চলেছে। এবার ১২ বছরের বেশি বয়সীদেরও কোভ্যাক্সিন দেওয়ার অনুমোদন পেয়ে গেল ভারত বায়োটেক। ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল বা ডিজিসিআই শনিবার ভারত বায়োটেককে 12-18 বছর বয়সী শিশুদের জ

  • |
Google Oneindia Bengali News

১৮ বছরের বেশি বয়সীদের টিকাকরণ সম্পূর্ণ হতে চলেছে। এবার ১২ বছরের বেশি বয়সীদেরও কোভ্যাক্সিন দেওয়ার অনুমোদন পেয়ে গেল ভারত বায়োটেক। ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল বা ডিজিসিআই শনিবার ভারত বায়োটেককে ১২-১৮ বছর বয়সী শিশুদের জন্য কোভ্যাক্সিন কোডিড ১৯ ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

১২ বছরের বেশি বয়সীদেরও কোভ্যাক্সিন! অনুমোদন ভারত বায়োটেককে

সাবজেক্ট এক্সপার্ট কমিটি গত অক্টোবরে ডিজিসিআইকে শিশুদের জন্য কোভ্যাক্সিনকে জরুরি ব্যবহারের অনুমতি দেওয়ার সুপারিশ করেছিল। কোভ্যাক্সিনকে এখন ভারতে শিশুদের ব্যবহারের জন্য দ্বিতীয় টিকা হিসেবে অনুমোদন দেওয়ার সুপারিশ করা হয়। আগস্টে, জাইডাস ক্যাডিলার তিন-ডোজের ডিএনএ জ্যাব প্রাপ্তবয়স্ক এবং ১২ বছরের বেশি বয়সী শিশুদের জন্য ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল।

খবরে প্রকাশ, কোভ্যাক্সিন প্রথম এবং দ্বিতীয়টির মধ্যে ২৮ দিনের ব্যবধানে দুটি ডোজে শিশুদের দেওয়ার ব্যাপারে সুপারিশ করে। প্রাপ্তবয়স্ক এবং শিশুদের জন্য ভ্যাকসিনের ব্যবধান এবং ডোজ সরকারের কাছে জমা দেওয়া ট্রায়াল ডেটা অনুসারে একই হবে বলে জানানো হয়েছিল ভারত বায়োটেকের পক্ষে।

ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল বা ডিজিসিআই ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য অনুমোদন দেয়। মেদান্তের চেয়ারম্যান ডঃ নরেশ ত্রেহান এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে একটি বড় স্বস্তি বলে অভিহিত করেছেন। ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে ভারতেও। কার পরিপ্রেক্ষিতে ভারত বায়োটেককে ছাড়পত্র একটি দুর্দান্ত খবর।

ভারত বায়োটেক অক্টোবরে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসসিও-র কাছে 'কোভ্যাক্সিন বিবিভি১৫২' টিকা ১২ থেকে ১৮ বছর বয়সীদের দেওয়ার জন্য ক্লিনিকাল ট্রায়াল থেকে ডেটা জমা দিয়েছে। সিডিএসসিও এবং এসইসি দ্বারা ডেটা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়েছে এবং তাদের সুপারিশে সাড়া দিয়েছে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল বা ডিজিসিআই।

ভারত বায়েটক ১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের অনুমোদন দেওয়ার পরই প্রধানমন্ত্রী এদিন জাতির উদ্দেশে ভাষণ দেন। সেই ভাষণে তিনি ঘোষণা করেন, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা প্রদান করা হবে। সেই টিকাকরণ শুরু হবে ৩ জানুয়ারি থেকে। ভারত বায়োটেকের কো-ভ্যাক্সিনকে অনুমোদনের পরই প্রধানমন্ত্রীর এই ঘোষণা তাৎপর্যপূর্ণ।

প্রধানমন্ত্রী একইসঙ্গে ঘোষণা করেন, কোমর্বিডিটি সম্পন্ন ৬০ বছর বয়সীদেরও করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। বুস্টার বা প্রিকশান ডোজ দেওয়া হবে স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন ওয়ার্কারদের। ১০ জানুয়ারি থেকে ৬০ বছর বয়সীদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। দেশে ওমিক্রম হানা দিতেই কেন্দ্রীয় সরকার ফের তৎপর হল করোনা তথা ওমিক্রন মোকাবিলায়।

English summary
DGCI nods Bharat Biotech of covaxin for children above 12 Years for emergency use.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X