For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঙ্গপাল হানায় বিপর্যস্ত আকাশ পথ, বিমান চলাচলে সতর্কতামূলক নির্দেশিকা জারি ডিজিসিএ-র

পঙ্গপাল হানায় বিপর্যস্ত আকাশ পথ, বিমান চলাচলে সতর্কতামূলক নির্দেশিকা জারি ডিজিসিএ-র

  • |
Google Oneindia Bengali News

দেশজোড়া লকডাউন, আম্ফান ঘূর্ণিঝড়ের তান্ডবের পরে নতুন আতঙ্ক এবার দাঁড়িয়েছে পঙ্গপালের হানা। ইতিমধ্যেই দেশের ৪টি রাজ্যের প্রায় ১৩টি জেলায় দাপিয়ে বেড়াচ্ছে এই ফসল খেকো পঙ্গপালের দল। ইতিমধ্যেই পঙ্গপালের এই ঝাঁকের হামলায় ব্যহত বিমান চলাচল ব্যহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই নাগরিক বিমান পরিবহণ অধিদপ্তর বা ডিজিসিএ-র তরফে বিমান চলাচলের ক্ষেত্রে কিছু সচেতনতামূলক নির্দেশিকা জারি করা হয়েছে।

বিমান চালকের দৃশ্যমানতায় বাধা সৃষ্টি করতে পারে পঙ্গপালের ঝাঁক

বিমান চালকের দৃশ্যমানতায় বাধা সৃষ্টি করতে পারে পঙ্গপালের ঝাঁক

জানা যাচ্ছে, হাওয়া অনুকূল হলে ঘণ্টায় ১৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এই পঙ্গপালরা। ফলত বিমান চলাচলের সময় এই পঙ্গপালের ঝাঁক উইন্ডশীল্ডে হামলা করলে, বিমানচালকের দৃশ্যমানতায় বাধা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এবং এইসময় বিমানের উইল্ডশীল্ড পরিস্কার করতে ওয়াইপার ব্যবহারে পঙ্গপালের দল আরও ছন্নছাড়া হয়ে উড়তে শুরু করতে পারে। তাই, নির্দেশিকায় পাইলটদের ওয়াইপার ব্যবহারের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কন্ট্রোলারদের পঙ্গপালের উপস্থিতি সম্পর্কে অবগত থাকতে হবে

কন্ট্রোলারদের পঙ্গপালের উপস্থিতি সম্পর্কে অবগত থাকতে হবে

বিস্তীর্ণ জলাভূমি এবং বৃহদাঞ্চলের উপর দিয়ে চলাচলের সময় এই পঙ্গপাল দূরত্বের কারণে দৃষ্টি এড়াতে পারে, পরবর্তীতে সেই স্থানের কাছাকাছি এলে বিমানটি পঙ্গপালের হানার শিকার হলে থেকেই যায় দুর্ঘটনার সম্ভাবনা। তাই বিমান ট্যাফিক কন্ট্রোলারদের পঙ্গপালের উপস্থিতি সম্পর্কে অবগত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সেই পথে আগত সমস্ত বিমানের সাথেই সেই তথ্য ভাগ করে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিমান নিয়ন্ত্রক দফতরের বিশেষজ্ঞরা।

 পঙ্গপালের ঝাঁক এড়িয়ে বিমান চালনার নির্দেশিকা

পঙ্গপালের ঝাঁক এড়িয়ে বিমান চালনার নির্দেশিকা

নির্দেশিকায় বলা হয়েছে সর্বাগ্রে চেষ্টা করতে হবে পঙ্গপালের ঝাঁক এড়িয়ে বিমান চালনার। পাশাপাশি, রাত্রে পঙ্গপাল উড়তে পারেনা তাই এটি বিমান চলাচলের জন্য আদর্শ সময় হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। এছাড়াও, এমন বিপদের সময় অন্যান্য ত্রুটি যাতে না থাকে তাই বিমান ওড়ানোর আগে দক্ষ প্রকৌশলীদের মাধ্যমে সঠিক ভাবে বিমানের সমস্ত যন্ত্রপাতি পরীক্ষা করিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পঙ্গপালের হামলায় বিপর্যস্ত ভারত

পঙ্গপালের হামলায় বিপর্যস্ত ভারত

করোনা মহামারির মধ্যেই ভারতে হামলা চালিয়ে গেল পঙ্গপালের দল। রাজস্থান থেকে গুজরাট ইতিমধ্যেই ছেয়ে গেছে পঙ্গপালে। তারপর মহারাষ্ট্রে হামলা চালিয়েছে এই ক্ষতিকর পতঙ্গ। খুব শীঘ্রই দিল্লিতেও পঙ্গপালের হামলা হতে পারে বলে আশঙ্কা।

আম্ফানের পরই এল বর্ষার আগমন-বার্তা, মৌসুমী বায়ু কবে ঢুকছে, জানাল হাওয়া অফিস আম্ফানের পরই এল বর্ষার আগমন-বার্তা, মৌসুমী বায়ু কবে ঢুকছে, জানাল হাওয়া অফিস

English summary
DGCA has issued aviation guidelines to prevent accidents due to locust Attack,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X