For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যাবতীয় দায়িত্ব থেকে সরানো হল কূটনীতিক দেবযানী খোবরাগড়েকে

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর : গণমাধ্যমের সামনে মুখ খোলার আগে কেন্দ্রের অনুমতি নেননি বলে যাবতীয় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল কূটনীতিক দেবযানী খোবরাগডেকে। দেবযানীকে পাঠানো হল কম্পালসরি ওয়েটিং-এ।

আরও পড়ুন : দেবযানী খোবরাগাডে কাণ্ড : 'বডি ক্যাভিটি সার্চ' আসলে কী?

বিদেশমন্ত্রক সূত্রের খবর, ভিসা জালিয়াতি কাণ্ডে গত ডিসেম্বর ওয়াশিংটন থেকে গ্রেফতার করা হয় দেবযানীতে। তাঁর বিরুদ্ধে তদন্ত চলা সত্ত্বেও মিডিয়ার সামনে মুখ খোলার আগে কেন্দ্রের অনুমতি নেননি দেবযানী।

যাবতীয় দায়িত্ব থেকে সরানো হল কূটনীতিক দেবযানী খোবরাগড়েকে

দেবযানীর বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপ প্রসঙ্গে সূত্রের খবর, দায়িত্ব হারালেও কুটনীতিক পদ বহাল থাকছে দেবযানীর। এর পরেও অন্যান্য প্রশাসনিক পদক্ষেপও দেবযানীর বিরুদ্ধে নেওয়া হতে পারে বলে খবর।

অন্যদিকে মনে করা হচ্ছে দেবযানী ভারতের কূটনীতিক, অথচ তাঁর দুই সন্তানের মার্কিন পাসপোর্ট রয়েছে যা দেবযানী আগে জানাননি, তা মোটেই ভাল চোখে দেখেনি কেন্দ্র। দেবযানীর বিরুদ্ধে নেওয়া এই কড়া পদক্ষেপের অন্যতম কারণ এটাও।

১৯৯৯ সালের ব্যাচের অফিসার খাগড়েগড়কে গ্রেফতার করার পরে তাঁকে নগ্ন করে তল্লাশি নেওয়া হয়, ক্যাভেটি সার্চও চালানো হয় তাঁর শরীরে। এই ঘটনায় ভারত-মার্কিন সম্পর্কে কিছুটা তিক্ততা আসে।

English summary
Devyani Khobragade stripped of her duties, put on 'compulsory wait'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X