For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মহামারি ভয়াবহ রূপ ধারণ করতে পারে এপ্রিলের শেষেই, মত দেবী শেট্টির

করোনা মহামারি ভয়াবহ রূপ ধারণ করতে পারে এপ্রিলের শেষেই, মত দেবী শেট্টির

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই গোটা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে গোটা দেশে প্রায় ২৮৯৭ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। গোটা বিশ্বে সেই সংখ্যা প্রায় লক্ষের কাছাকাছি।

এপ্রিলের শেষেই ভয়াবহ রূপ নিতে পারে করোনা

এপ্রিলের শেষেই ভয়াবহ রূপ নিতে পারে করোনা

অন্যদিকে ভারতে এই কদিনে করোনার থাবায় প্রাণ হারিয়েছেন প্রায় ৭৫ জন মানুষ। গোটা বিশ্বে সেই সংখ্যা প্রায় ৫৫ হাজার। এমতাবস্থায় আরও আশঙ্কার কথা শোনালেন নারায়না হেলথের প্রতিষ্ঠাতা দেবী প্রসাদ শেট্টি। এপ্রিলের শেষে বা মে-র শুরুতে ভারতে করোনা সংকটে ভয়াবহ রীপ ধারণ করতে পারে বলে তাঁর মত।

তবে লকডাউনে মৃত্যুর হার কমতে পারে ৫০ শতাংশ

তবে লকডাউনে মৃত্যুর হার কমতে পারে ৫০ শতাংশ

এই ক্ষেত্রে ভারত আমেরিকার থেকে প্রায় একমাস পিছিয়ে আছে বলেও পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান। ২১ দিনের লকডাউন ডাউন প্রসঙ্গে তিনি বলেন, "লকডাউন মৃত্যুর হারকে কমপক্ষে ৫০% কমিয়ে আনতে পারবে তখনই যদি যাবতীয় পরীক্ষার ব্যবস্থা, স্থানীয় লকডাউন মানা এবং সামাজিক দূরত্বের ক্ষেত্রে সতর্কতামূলক পদক্ষেপ গুলি গ্রহণ করি। কারণ এখন বল জনগণের আদালতে রয়েছে, সরকারের নয়।''

ভারতের উচিত আরও বেশি পরিমাণে করোনা পরীক্ষা করা

ভারতের উচিত আরও বেশি পরিমাণে করোনা পরীক্ষা করা

যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতে আরও বেশি পরিমাণে করোনা পরীক্ষা করা উচিত বলে মত প্রকাশ করছেন অনেক বিশেষজ্ঞই। পরীক্ষা ফলে হয়তো সবসময় চিকিত্সা প্রদানও সবক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে সম্ভব হবে না। কিন্তু পজিটিভ রোগীকে পৃথকীকরণের ক্ষেত্রে অনেকটাই সহায়তা করবে।

English summary
The Corona pandemic could be in dire form like the end of April, Devi Shetty says
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X