সাভারকারকে নিয়ে মন্তব্য করায় রাহুলকে কটাক্ষ দেবেন্দ্র ফড়নবিসের
১২ ডিসেম্বর ঝাড়খণ্ডের গোড্ডাতে এক নির্বাচনী জনসভায় গিয়ে রাহুল গান্ধী দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার প্রতিবাদে বিজেপিকে কটাক্ষ করেন। দেশে ধর্ষণের ঘটনা বৃদ্ধির প্রসঙ্গে বিজেপির 'মেক ইন ইণ্ডিয়া’ প্রকল্পকে কৌতুকের সুরে 'রেপ ইন ইণ্ডিয়া বলে’ কটাক্ষ করতে দেখা যায় তাকে। তার এই মন্তব্যের পরই উত্তাল হয় সংসদ।

সংসদ অচল করে দেন বিজেপি সাংসদরা
অন্যদিকে, ওই মন্তব্যের পর রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার হবে দাবি তুলে সংসদ অচল করে দেন বিজেপি সাংসদরা। এরপর দিল্লির রামলীলা ময়দানে কংগ্রেসের একটি জনসভায় বক্তৃতা রাখার সময় কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, 'আমি রাহুল গান্ধী, রাহুল সাভারকার নই। আমি ক্ষমা চাইব না।'

রাহুলকে কটাক্ষ দেবেন্দ্র ফড়নবিসের
রাহুলের এই মন্তব্যের তীব্র নিন্দা করে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস একটি টুইট বার্তায় জানান, " বীর সাভারকারকে নিয়ে রাহুলের এই বক্তব্য খুবই নিন্দনীয়। হিন্দুদের আদর্শ বিনায়ক দামোদর সাভারকার। তাঁর মহিমা এবং অসংখ্য ভালো কাজের ধারে কাছে কোনোদিনই আসতে পারবে না রাহুল। "

গান্ধী উপাধি থাকলেই কেউ গান্ধী হতে পারেন না
রাহুলকে কটাক্ষ করে বিজেপি নেতা ফড়নবিস আরও বলেন যে "কেবল গান্ধী উপাধি থাকলেই কেউ 'গান্ধী' হতে পারেন না।"সাভারকারের প্রশংসা করে ফড়নবিস বলেন, "বীর সাভারকার আমাদের মাতৃভূমির জন্য তাঁর পুরো জীবন উৎসর্গ করেছেন। তাঁর উদ্দেশ্যে এ জাতীয় ভাষা ব্যবহার করা সমস্ত দেশপ্রেমিক এবং মুক্তিযোদ্ধাদের কাছে খুবই অসম্মানের!"

রাহুলের 'দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের' জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে
রাহুলের এই 'দায়িত্বজ্ঞানহীন বক্তব্য' এর জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে জানান মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। রাহুল গান্ধী দেবেন্দ্র ফড়নবিসের পাল্টা জবাবে বলেন, "গতকাল সংসদে আমাকে ক্ষমা চাইতে বলা হয়েছে, আমি কোনও ভুল বলিনি যার জন্য আমায় ক্ষমা চাইতে বলা হবে, আমার নাম রাহুল সাভারকার নয়, আমার নাম রাহুল গান্ধী। আর এটিই সত্য, এর জন্য আমি কোনও ক্ষমা চাইব না"। পাশাপাশি প্রাক্তন কংগ্রেস সভাপতির এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন সাভারকারের নাতি রঞ্জিত এবং শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেও।
'সংবিধানের ১৪ অনুচ্ছেদকে অস্বীকার করছে নাগরিকত্ব আইন’ : আসাদউদ্দিন ওয়াইসি