ফোনে আড়ি পাতা নিয়ে চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জে উত্তপ্ত মহারাষ্ট্র রাজনীতি
মহারাষ্ট্রের প্রাক্তন দেবেন্দ্র ফড়নবীশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনে শিবসেনা। বর্তমানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সহ শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত একই অভিযোগ আনে দেবেন্দ্র ফড়নবীশ সরকারের বিরুদ্ধে। তবে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহিন বলে উড়িয়ে দিলেন দেবেন্দ্র ফড়নবীশ।

অভিযোগ উড়িয়ে দিয়েছেন দেবেন্দ্র ফড়নবীশ
শিবসেনার অভিযোগ উড়িয়ে দিয়ে দেবেন্দ্র বলেন, 'ফোনে আড়ি পাতা মহারাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থি। আমার অধীনে রাজ্য সরকার এই জাতীয় কোনও আদেশ দেয়নি। যারা অভিযোগ করেছেন তাদের সম্পর্কে প্রত্যেকেই জানেন যে তারা কতটা অবিশ্বাসযোগ্য।'

মহারাষ্ট্র সরকারকে চ্যালেঞ্জ দেবেন্দ্রর
শিবসেনার নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারকে এরপর চ্যালেঞ্জ ছুড়ে দেবেন্দ্র বলেন, 'সরকার যদি তদন্ত করতে চায় তবে নির্দ্বিধায় তারা তা করতে পারে। মহারাষ্ট্রের লোকেরা সত্যিটা জানেন। শিবসেনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী ছিলেন। আমি কেবলমাত্র অনুরোধ করতে পারি যে তারা যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে সেই রিপোর্টটি জনসমক্ষে প্রচার করুক। প্রয়োজনে তারা ইজরায়েলে গিয়ে তদন্ত করা উচিত।'


পাল্টা চ্যালেঞ্জ সঞ্জয় রাউতের
এর আগে শিবসেনা অভিযোগ আনে যে পূর্বতন বিজেপি সরকার এনসিপি নেতা শরদ পাওয়ার, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে ও সঞ্জয় রাউতের ফোনে আড়ি পাতে। এদিকে দেবেন্দ্র অভিযোগ নাকচ করলেও আজ ফের এই বিষয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সঞ্ডয় রাউত বলেন, 'কারোর যদি আমার ফোনালাপ শুনতে হয় তাহলে আমি তাকে স্বাগত জানাচ্ছি। আসলে আমাকে এক বরিষ্ঠ বিজেপি নেতা জানিয়েছিল যে আমার ফোনে আড়ি পাতা হচ্ছে।'