For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেনা-বিজেপি বিচ্ছেদের মাঝেই বালাসাহেবের প্রতি সম্মান জানাতে শিবাজি পার্কে ফড়নবিশ

আজ থেকে সাত বছর আগে এই দিনে প্রয়াত হয়েছিলেন বালা সাহেব ঠাকরে। সেই উপলক্ষে শিবাজি পার্কে গিয়ে বালাসাহেবের আবক্ষ মুর্তিতে মাল্যদান করেন দেবেন্দ্র ফড়নবিশ। জোট ভেঙে গিয়েছে।

Google Oneindia Bengali News

আজ থেকে সাত বছর আগে এই দিনে প্রয়াত হয়েছিলেন বালা সাহেব ঠাকরে। সেই উপলক্ষে শিবাজি পার্কে গিয়ে বালাসাহেবের আবক্ষ মুর্তিতে মাল্যদান করেন দেবেন্দ্র ফড়নবিশ। জোট ভেঙে গিয়েছে। ৩০ বছরের শরিকি সম্পর্কে ছেদের জেরে সংসদে বিরোধী আসনে বসতে চলেছে শিবসেনা। এমন পরিস্থিতিতেও সেনা প্রতিষ্ঠাতাকে এখনও তাঁর হৃদয়ে রেখে দিয়েছেন বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

সেনা-বিজেপি বিচ্ছেদের মাঝেই বালাসাহেবের প্রতি সম্মান জানাতে শিবাজি পার্কে ফড়নবিশ

দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে শিবাজি পার্কে বালাসাহেবকে সম্মান জানাতে উপস্থিত ছিলেন পঙ্কজা মুন্ডেও। প্রসঙ্গত, ১৯৯৫ সালে প্রথমবার মহারাষ্ট্রে সরকার গঠন করেছিল সেনা-বিজেপি জোট। সেই জোট সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন পঙ্কজার বাবা গোপিনাথ মুন্ডে। বিজেপি নেতারা ছাড়াও কংগ্রেস ও এনসিপির পক্ষ থেকে অনেক নেতারাই এদিন শিবাজি পার্কে গিয়েছিলেন প্রয়াত নেতাকে সম্মানজ্ঞাপন করতে।

আজ সকালে সেনা প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে টুইট করেছিলেন ফড়নবিশ৷ এনডিএ থেকে সদ্য বিচ্ছেদ হওয়া শিবসেনার প্রতিষ্ঠাতার প্রশংসা করতে গিয়ে দেবেন্দ্র ফড়নবিশ বলেন, "বালাসাহেব আমাদের আত্মমর্যাদা বজায় রাখার শিক্ষা দিয়েছিলেন।"

শিবসেনা প্রতিষ্ঠাতা তথা বর্তমানে সেনা প্রধান উদ্ধাব ঠাকরের বাবা বালাসাহেবের একটি ভিডিও এদিন টুইটারে পোস্ট করেন তিনি। এর আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ দেওয়ার সময় দেবেন্দ্র ফড়বিশ শিবসেনার বিরুদ্ধে তোপ দেগে তাদের মিথ্যাবাদী আখ্যা দিয়েছিলেন। পাশাপাশি নির্বাচনের ফল প্রকাশের পরই সেনার এরকম মনোভাব বদলে তিনি আশ্চর্যচকিত হয়েছেন বলেও উল্লেখ করেছিলেন। গত সপ্তাহতেও দেবেন্দ্র ফড়নবিশ দাবি করেছিলেন, বিজেপি কখনই বাল ঠাকরে বা উদ্ধব ঠাকরের বিরুদ্ধে মুখ খোলেনি।

English summary
devendra fadnavis at bal thackeray event in shivaji park admist bjp shiv sena rift
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X