For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্ষণস্থায়ী মুখ্যমন্ত্রীদের তালিকায় নাম জুড়ল দেবেন্দ্র ফড়নবিশের

এনসিপি থেকে অজিত পাওয়ারকে ভাঙিয়ে নিয়ে এসে সরকার গঠনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আজ শপথ গ্রহণের ৭৮ ঘণ্টা পর পদত্যাগের ঘোষণা করেন দেবেন্দ্র ফড়নবিশ

Google Oneindia Bengali News

এনসিপি থেকে অজিত পাওয়ারকে ভাঙিয়ে নিয়ে এসে সরকার গঠনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আজ শপথ গ্রহণের ৭৮ ঘণ্টা পর পদত্যাগের ঘোষণা করেন দেবেন্দ্র ফড়নবিশ। প্রসঙ্গত, বুধবার মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হত বিজেপিকে। তার আগেই আজ দেবেন্দ্রের সঙ্গে দেখা করে উপমুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন অজিত পাওয়ার। এরপরেই সরকার গঠনের পর্যাপ্ত সংখ্যা নেই জানিয়ে নিজের পদত্যাগের কথা জানিয়ে দেন মহারাষ্ট্রের তিন দিনের মুখ্যমন্ত্রী।

৭৮ ঘণ্টা পর পদত্যাগ ফড়নবিশের

৭৮ ঘণ্টা পর পদত্যাগ ফড়নবিশের

আজ মুখ্যমন্ত্রী পদে থেকে সরে দাঁড়ানোর পর দেবেন্দ্র ফড়নবীশ এদিন বলেন, "মহারাষ্ট্রের মানুষ বিজেপি-শিবসেনা জোটকে সামনে রেখেই ভোট দিয়েছেন। আর তাতেই বিজেপি ১০৫ আসনে জিতেছে । শিবসেনা জিতেছে জোটের মাত্র ৪০ শতাংশ আসন। আর তা তারা জিতেছে বিজেপির সমর্থনে। আর মানুষের সেই রায়কে অপমান করে শিবসেনা জোট ছেড়ে বেরিয়ে গিয়েছেৃ। শিবসেনার কাছে ক্ষমতার লোভ এতটাই বেশি যে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতেও তারা পিছপা হচ্ছেন না।"

দুই দিনের জন্য মুখ্য়মন্ত্রী হয়েছিলেন ইয়েদুরাপ্পা

দুই দিনের জন্য মুখ্য়মন্ত্রী হয়েছিলেন ইয়েদুরাপ্পা

তবে ফড়নবিশ শিবসেনাকে যতই তোপ দাগুক ক্ষমতা ধরে রাখার লড়াইতে উদ্ধাবদের কাছে হেরে গিয়েছে বিজেপি। অবশ্য কয়েকদিনের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সিতে এই প্রথম কোনও নেতা বসল, এমনটা নয়। এর আগেও ঘটেছে এই ঘটনা। এবং এর মধ্য অন্যতম মহারাষ্ট্রেররই দক্ষিণের রাজ্য কর্নাটকের বিএস ইয়েদুরাপ্পা। বিজেপির এই নেতা ২০১৮ সালের ১৭ মে কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন। তবে শপথগ্রহণের দুই দিন পরেই বিজেপি বিধানসভাতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে ব্যর্থ হয় বিজেপি। এরপর তিনি পদত্যাগ করেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কুর্সিতে একদিনের জন্য বসেছিলেন জগদম্বিকা

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কুর্সিতে একদিনের জন্য বসেছিলেন জগদম্বিকা

১৯৮৮ সালে উত্তরপ্রদেশের তৎকালীন রাজ্যপাল রমেশ ভান্ডারি কল্যাণ সিংকে বহিস্কার করার পর একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন জগদম্বিকা পাল। বিজেপির বিরোধিতা করে মাত্র এক দিনের জন্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়া সেই জগদম্বিকা আজ বিজেপির সাংসদ। রাজনীতির বিচিত্র গতিপথে ভেসে কে যে কখন কোথায় যায় তা বলা দুষ্কর।

English summary
devendra fadanvis joins club of cms to have been hold the post for very few days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X