For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে বিধ্বংসী আগুন! বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

ফের দিল্লিতে আগুন। বহু মানুষের মৃত্যুর আশঙ্কা। কমপক্ষে ৫০জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আনাজ মান্ডি এলাকার কারখানা থেকে এই আগুন ছড়ায় বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ফের দিল্লিতে আগুন। বহু মানুষের মৃত্যুর আশঙ্কা। কমপক্ষে ৫০জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আনাজ মান্ডি এলাকার কারখানা থেকে এই আগুন ছড়ায় বলে জানা গিয়েছে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ১৫ টি ইঞ্জিন। আগুনে নেভানোর চেষ্টার পাশাপাশি উদ্ধার কাজও শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে দমকলের প্রায় ২৭ টি ইঞ্জিন রয়েছে বলে জানা গিয়েছে।

দিল্লিতে বিধ্বংসী আগুন

রানি ঝাঁসি রোডের কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে গিয়েছে দমকলের ২৭ টি ইঞ্জিন।

কমপক্ষে ৩২ জনের মৃত্যুর আশঙ্কা

দিল্লি পুলিশ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে।

শ্রমিকরা ঘুমিয়ে ছিলেন

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় ডেপুটি ফায়ার চিফ অফিসার সুনীল চৌধুরী বলেন, আগুন ছড়িয়েছে ৬০০ স্কোয়ার ফুট এলাকায়। ভিতরে ঘুটঘুটে অন্ধকার। এই জায়গায় স্কুলের ব্যাগ, বোতল এবং অন্য সামগ্রি রাখা হত বলে জানিয়েছেন তিনি।
বহু মানুষকে এলএনজেপি হাসপাতাল এবং সন্নিহিত হাসপাতালগুলিতে পাঠানো হয়েছে। কারখানার মালিক বলেছেন, যখন আগুন লাগে, সেখানে ২০ থেকে ২৫ জন শ্রমিক ঘুমিয়ে ছিলেন।

আগুন পুরোপুরি নিভে গিয়েছে

ফায়ার অফিসার জানিয়েছেন, আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। তবে উদ্ধার কাজ চলছে।

English summary
Devastating fire breaks out in Delhi, several fears dead
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X