আমরির ছায়া দিল্লির এইমসে! ভয়াবহ আগুনে আতঙ্ক ছড়াল রোগী ও পরিজনদের মধ্যে
কলকাতার আমরির স্মৃতি ফিরল এবার দিল্লির বুকে। দিল্লির এইমসে ভয়াবহ আগুন লেগে আতঙ্ক ছড়াল। এমার্জেন্সি ওয়ার্ডের কাছে আগুন লাগে আচমকাই। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে হাসপাতালে। দমকলের মোচ ৩৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রাথমিক তদন্ত অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে।

শনিবার বিকেলে এইমসের দোতলা ও তিলতলায় এমর্জেন্সি বিল্ডিংয়ে আগুন লেগে যায়। হঠাৎ কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এমার্জেন্সি বিভাগের ল্যাবরেটরি, অর্থোপেডিকের বিভাগের অপারেশন থিয়েটরের সামনে দাউ দাউ আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও পরিবারের লোকেরা।
Delhi: 34 fire tenders present at All India Institute of Medical Sciences (AIIMS), after a fire broke out in PC block (a non-patient block) near the emergency ward on the 2nd floor. No causality reported till now. pic.twitter.com/XZ7GKcHxp7
— ANI (@ANI) August 17, 2019
তড়িঘড়ি রোগীদের অন্যত্র সরানোর বন্দোবস্ত করা হয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে দেন দমকল কর্মীরা। কালো ধোঁয়ায় মুহূর্তে ছেয়ে যায় হাসপাতাল চত্বর। এই হাসপাতালেই গত ৯ আগস্ট থেকে ভর্তি রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর মতো হাইপ্রোফাইল রোগীকে সুরক্ষিত রাখতে বাড়তি সতর্কতা অবলম্বন করে হাসপাতালে কর্তৃপক্ষ।
Delhi: 22 fire tenders rushed to the All India Institute of Medical Sciences; emergency lab at AIIMS has been shut after a fire broke out near the emergency ward https://t.co/GH89IkDn00
— ANI (@ANI) August 17, 2019
এইমসের দোতলায় জরুরি ওয়ার্ডের কাছে পিসি ব্লকে আগুন লাগার পরে রোগীদের এবি ওয়ার্ড (অর্থোপেডিক ইউনিট)-এ স্থানান্তরিত করা হয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
Delhi: Patients are being shifted from AB ward (Orthopaedic Unit), after a fire broke out in PC block near the emergency ward on the 2nd floor at All India Institute of Medical Sciences (AIIMS). No casualty reported till now. pic.twitter.com/MDvvQH2NpK
— ANI (@ANI) August 17, 2019
ঘটনাস্থলে প্রথমে ৬টি, পরে আরও ১৬টি ইঞ্জিন পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও ১২টি ইঞ্জিন পাঠানো হয়। দমকলের মোট ৩৪টি ইঞ্জিন কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনতে। রোগীরা সবাই সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
Fire breaks out at AIIMS, 34 fire tenders reach spot
— ANI Digital (@ani_digital) August 17, 2019
Read @ANI Story | https://t.co/sYhjzEjQuQ pic.twitter.com/0HiE7OhBfU