For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক্সরে স্ক্যানেই এবার করোনা নির্ধারণ, দাবি আইআইটি গবেষকের

এবার করোনা নির্ধারণ করা যাবে ৫ সেকেন্ডে, এক্সরে স্ক্যান করে। এমনটাই দাবি করেছেন আইআইটি-রুরকির এক গবেষক। ৪০ দিন সময়ে তিনি একট সফটঅয়্যার উদ্ভাবনের দাবি করেছেন।

  • |
Google Oneindia Bengali News

এবার করোনা নির্ধারণ করা যাবে ৫ সেকেন্ডে, এক্সরে স্ক্যান করে। এমনটাই দাবি করেছেন আইআইটি-রুরকির এক গবেষক। ৪০ দিন সময়ে তিনি একট সফটঅয়্যার উদ্ভাবনের দাবি করেছেন। যার মাধ্যমেই করোনা নির্নয় করা যাবে। এর পেটেন্টের জন্য যেমন তিনি াবেদন করেছেন, ঠিক তেমনই আইসিএমআর-এর কাছে বিষয়টির পর্যালোচনার জন্য আহ্বান করেছেন।

আইআইটি অধ্যাপকের দাবি

আইআইটি অধ্যাপকের দাবি

আইাইটি রুরকির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক কমল জৈন দাবি করেছেন, এই সফটঅয়্যার শুধু টেস্টিং-এর খরচই কমাবে না, স্বাস্থ্যকর্মীদের ঝুঁকিও কমাবে। যদিও এখনও কোনও সংস্থার তরফ থেকে ওই অধ্যাপকের দাবি বৈধতা পরীক্ষা করে দেখা হয়নি।

যেভাবে আবিষ্কার

যেভাবে আবিষ্কার

ওই অধ্যাপক দাবি করেছেন, প্রায় ৬০ হাজার এক্সরে স্ক্যানের পর আর্টিফিশিয়ার ইন্টেলিজেন্সের একটি ডেটাবেস তৈরি করেন তিনি। এর মধ্যে ছিল কোভিড ১৯ আক্রান্ত, নিউমোনিয়া, টিবির রোগীদের এক্সরেও। এই তালিকা তৈরি করতে গিয়ে অধ্যাপক আমেরিকার এনআইএইচ ক্লিনিকাল সেন্টারের চেষ্ট এক্সরের ডেটাবেসও পরীক্ষা করে দেখেছেন।

যেভাবে কাজ করতে হবে চিকিৎসকদের

যেভাবে কাজ করতে হবে চিকিৎসকদের

অধ্যাপক কমল জৈনের দাবি, যে সফলঅয়্যার তিনি তৈরি করেছেন, তাতে চিকিৎসকরা কোনও এক রোগীর এক্সরে আপলোড করতে হবে। এরপর সফটঅয়্যারই বিচার করবে সেই রোগী নিউমোনিয়ায় আক্রান্ত কিনা। পাশাপাশি সফটঅয়্যারই বলে দেবে সেই নিউমোনিয়া কোভিডজনিত কিনা, নাকি অন্য কোনও ব্যাকটিরিয়ার সংক্রমণের জন্য। উত্তর বেরিয়ে আসবে ৫ সেকেন্ডের মধ্যে।

English summary
Detection of COVID-19 using X-ray scan through a software develops by IIT professor.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X