For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কি না জেনে নিন অনলাইনে! দেখে নিন পদ্ধতি

সপ্তদশ লোকসভা নির্বাচন ঘিরে ক্রমেই ভোট উৎসবে মাতোয়ার হয়ে উঠছে গোটা দেশ। সরকার গঠনের সঙ্গে যে বিষয়টা মিশে থাকে তা হল দেশের সাধারণ মানুষের চাওয়া ,পাওয়া, আশা, আকাঙ্খার কাহিনি।

  • |
Google Oneindia Bengali News

সপ্তদশ লোকসভা নির্বাচন ঘিরে ক্রমেই ভোট উৎসবে মাতোয়ার হয়ে উঠছে গোটা দেশ। সরকার গঠনের সঙ্গে যে বিষয়টা মিশে থাকে তা হল দেশের সাধারণ মানুষের চাওয়া ,পাওয়া, আশা, আকাঙ্খার কাহিনি। আর এই মানুষরাই নির্বাচন করে নেন তাঁদের জনপ্রতিনিধিকে। ভোট আসরের অন্যতম কাণ্ডারী ভোটাররা। আর এই ভোটারদের নামের তালিকায় আপনার নামটি আছে কি না , তা অনলাইনে কিভাবে দেখবেন জেনে নিন।

ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কি না জেনে নিন অনলাইনে! দেখে নিন পদ্ধতি

  • প্রথমেই যেতে হবে 'ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে'।
  • ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে যেতে হলে ক্লিক করুন এই লিঙ্কটি,https://electoralsearch.in/
  • এরপর মূল পেজ খুললে ,সেখানে গিয়ে নিজের নাম টাইপ করুন 'ন্যাশনাল ইলেক্টোরাল রোল' এ গিয়ে নিজের বিস্তারিত তথ্য দিন।
  • ম্যাপে পোলিং স্টেশন লোকেট করুন।
  • প্রিন্ট করুন ভোটার ইনফরমেশন।
  • যদি ঠিকানা পাল্টাতে চান তাহলে এনরোলমেন্টের জন্য আবেদনেরও সুযোগ রয়েছে এখানে।
  • জেনে নিন আপনার কেন্দ্রে কে লেভেল অফিসার ও ইলেকটোরাল অফিসার।
  • জেনে নিন আপনার জেলার নির্বাচনী আধিকারিকদের। জেনে নিন মুখ্য নির্বাচনী আধিকারিককে।

সপ্তদশ লোকসভা নির্বাচন ঘিরে এই আপনার নির্বাচনী এলাকার তথ্য পেতে এই ওয়েবসাইটটি নিঃসন্দেহে একটি বড় হাতিয়ার। অনলাইনে নিজের ভোটার তালিকায় নাম দেখবার মতো সুযোগ দিয়ে ভোটারদের চিন্তা অনেকটাই কমিয়ে দিয়েছে এই পোর্টাল।

English summary
Details on National Voters service,know how to see your name there .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X