For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোতেরা: বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামটিতে যা যা আছে

  • By Bbc Bengali

১ লাখ ১০ হাজার দর্শক একসাথে খেলা দেখতে পারবে এই স্টেডিয়ামে
Getty Images
১ লাখ ১০ হাজার দর্শক একসাথে খেলা দেখতে পারবে এই স্টেডিয়ামে

ভারতের আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে আজ বুধবার সফররত ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট খেলতে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারতের।

কিন্তু খেলার আগে দু দলের খেলোয়াড়রা রীতিমত মুগ্ধ নবনির্মিত স্টেডিয়ামটির সৌন্দর্যে।

সরদার প্যাটেল স্টেডিয়াম নামেও পরিচিত এই স্টেডিয়ামটি গুজরাটের আহমেদাবাদ শহরে সম্প্রতি পুন:নির্মাণ করা হয়েছে।

আজ বুধবারের টেস্টের আগেই ভারত ও ইংল্যান্ড দলের খেলোয়াড়দের স্টেডিয়াম সম্পর্কে ধারণা দেয়া হয়েছে।

তবে এক লাখ দশ হাজার দর্শকের ধারণক্ষমতা থাকলেও করোনা পরিস্থিতির জন্য এবার ৫৫ হাজার দর্শককে খেলা দেখার অনুমতি দেয়া হয়েছে।

২০১৫ সালে পুন:নির্মাণের কাজ শুরুর পর এটিই স্টেডিয়ামটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

বিবিসি বাংলায় আরও পড়ুন:

এবার ট্রাম্পের জন্য দেয়াল উঠছে ভারতে

মোদি কেন বানালেন সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি?

সাকিব বনাম বিসিবি, বাংলাদেশের ক্রিকেটে নিয়মিত ঘটনা

আজহার বেটিং কেলেঙ্কারি ভারত যেভাবে সামলায়

ক্রিকেট বুকি দীপক আগরওয়াল সম্পর্কে যা জানা যায়

আহমেদাবাদে তৈরি বিশ্বের সবচাইতে বড় ক্রিকেট স্টেডিয়াম মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী
Getty Images
আহমেদাবাদে তৈরি বিশ্বের সবচাইতে বড় ক্রিকেট স্টেডিয়াম মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী

আর দিবা রাত্রির এই ম্যাচে খেলা হচ্ছে গোলাপি বল দিয়ে।

স্টেডিয়াম দেখে মুগ্ধ হওয়া দু দলের খেলোয়াড়রাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

https://publish.twitter.com/?url=https://twitter.com/englandcricket/status/1362761925722054656

বিশাল এই স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে ৬৩ একর জমির উপর এবং চারদিক থেকে স্টেডিয়ামটিতে প্রবেশ করা যাবে।

এতে অনেকগুলো ড্রেসিং রুম, ইনডোর প্রাকটিস পিচ, আউটডোর পিচ, এমনকি ৪০ জন অ্যাথলেটের থাকার উপযোগী একটি ডরমিটরিও আছে।

এছাড়া কোচ, ফিজিও ও ট্রেনারদের জন্যও আলাদা জায়গা আছে।

এর আগে স্টেডিয়ামটি যখন ভেঙ্গে ফেলে নতুন করে নির্মাণ শুরু হয় তার আগে এখানে ৫৪ হাজার দর্শকের ধারণ ক্ষমতা ছিলো।

স্টেডিয়ামটির নকশা এমনভাবে করা হয়েছে যাতে বাধাহীনভাবে দর্শকরা পিচ দেখতে পারে।

কর্মকর্তারা জানিয়েছেন এখানে রয়েছে সর্বাধুনিক ড্রেনেজ ব্যবস্থা যাতে করে বৃষ্টি হলে দ্রুত মাঠ শুকিয়ে যায় ফলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার আশংকা অনেক কমে যাবে।

এলইডি লাইট সংযোজন করা হয়েছে পুরো ছাদ জুড়ে যা বাড়িয়েছে নান্দনিকতা।

স্টেডিয়ামটি এমন ভাবে করা হয়েছে যাতে যে কোনো জায়গা থেকে একই ধরণের মনে হবে পিচ এরিয়াকে।

স্টেডিয়ামকে দারুণ বলছেন খেলোয়াড়রা
Getty Images
স্টেডিয়ামকে দারুণ বলছেন খেলোয়াড়রা

২০২০ সালের ফেব্রুয়ারিতে এই স্টেডিয়ামেই স্বাগত জানানো হয়েছিলো তখনকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাথে নিয়ে তিনি প্রায় এক লাখ মানুষের সামনে ভাষণ দিয়েছিলেন।

English summary
Details of world's largest stadium in Motera ahmedabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X