(ছবি) এনকাউন্টারে মৃত ৮ সিমি জঙ্গির সম্পর্কে জেনে নিন একনজরে!
নয়াদিল্লি, ৩১ অক্টোবর : জেলরক্ষী রমাশঙ্কর যাদবের গলা কেটে ভোপাল সেন্ট্রাল জেলের পাঁচিল টপকে সোমবার সকালেই সিমির ৮ জঙ্গি পালিয়ে যেতেই হইচই শুরু হয়ে যায়। এরপর ভোপাল থেকে ১০ কিলোমিটার দুরে ইটখেড়ি গ্রামে ওই ৮ জঙ্গিকেই এনকাউন্টারে খতম করে দেয় পুলিশ।
ভোপাল সেন্ট্রাল জেল থেকে পালানো ৮ সিমি জঙ্গিকে এনকাউন্টারে খতম করল পুলিশ
মিডিয়া সুত্রের খবর অনুযায়ী, গোপন সূত্রে পুলিশ খবর পায় ওই গ্রামে লুকিয়ে রয়েছে পালিয়ে যাওয়া জঙ্গিরা। এরপর পুলিশ পুরো গ্রামটি ঘিরে ফেল এবং জঙ্গিদের সমর্পন করতে বলে। কিন্তু সেকথায় কান দেয়নি জঙ্গিরা। যার ফলস্বরূপ ভারি গুলি বর্ষনে জঙ্গিদের নিকেশ করে পুলিশ।
এই ৮ জঙ্গির বিস্তারিত বিবরণ দেখে নিন একনজরে

জঙ্গি ১
নাম : আব্দুল মাজিদ
ঠিকানা : মহারাষ্ট্রের শোলাপুরের নিবাসী।
মামলা : হত্যা, লুঠ, ডাকাতি এবং দেশদ্রোহের অভিযোগ রয়েছে। সূত্রের খবর অনুযায়ীস জিজ্ঞাসাবাদের সময় জানানো হয়েছিল এরা তালিবানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলে। এর পর ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি তেলেঙ্গানার করিমনগরে এরা দলবেঁধে ডাকাতি করেছিল। এরপর চেন্নাই, পুণে, বিজনৌরের মতো শহরে বিস্ফোরণ ঘটিয়েছিল। এদের বিরুদ্ধে আহমেদাবাদে বিস্ফোরণ ঘটানোর অভিযোগও রয়েছে।

জঙ্গি ২
নাম : মহম্মদ খালিদ আহমেদ
ঠিকানা : মহারাষ্ট্রের শোলাপুর জেলার বিজয়নগরে ৪৬০ নম্বর বাড়ির বাসিন্দা।
মামলা : হত্যা, লুঠ, ডাকাতি এবং দেশদ্রোহের অভিযোগ রয়েছে।

জঙ্গি ৩
নাম : মুজিব শেখ, আক্রম, নাভেদ
ঠিকানা : গুজরাতের আহমেদাবাদের গুহাপুরার এ/২৮ জাকির পার্ক গুহাপুরার বাসিন্দা।
মামলা : হত্যা, লুঠ, ডাকাতি এবং দেশদ্রোহের অভিযোগ রয়েছে।

জঙ্গি ৪
নাম : জাকির হুসেন সাদিক, ভিকি ডন, বিনয় কুমার
ঠিকানা : মধ্যপ্রদেশের খান্ডোয়া
মামলা : হত্যা, লুঠ, ডাকাতি এবং দেশদ্রোহের অভিযোগ রয়েছে।

জঙ্গি ৫
নাম : মেহবুব গুড্ডু
ঠিকানা : মধ্যপ্রদেশের খান্ডোয়া
মামলা : হত্যা, লুঠ, ডাকাতি এবং দেশদ্রোহের অভিযোগ রয়েছে।

জঙ্গি ৬
নাম : আমজাদ
ঠিকানা : মধ্যপ্রদেশের খান্ডোয়া
মামলা : হত্যা, লুঠ, ডাকাতি এবং দেশদ্রোহের অভিযোগ রয়েছে।

জঙ্গি ৭
নাম : মহম্মদ সলিক ওরফে সল্লু
ঠিকানা : মধ্যপ্রদেশের খান্ডোয়া
মামলা : হত্যা, লুঠ, ডাকাতি এবং দেশদ্রোহের অভিযোগ রয়েছে।

জঙ্গি ৮
নাম : মহম্মদ আকিল খিলজি
ঠিকানা : মধ্যপ্রদেশের খান্ডোয়া
মামলা : হত্যা, লুঠ, ডাকাতি এবং দেশদ্রোহের অভিযোগ রয়েছে।