For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইয়ের দুর্গাপুজো উদযাপনকে আলাদা মাত্রা দিয়েছে অভিজিতের লোখন্ডওয়ালার পুজো

আরবসাগরের তীরে মুম্বইতে লোখন্ডওয়ালায় সাড়ম্বরে পালিত হয় দুর্গাপুজো।

  • |
Google Oneindia Bengali News

বাংলার পুজো আর বাংলার বাইরের পুজোর মধ্যে ফারাক তো অবশ্যই থাকবে, কিন্তু বাংলার বাইরে এবঙ্গের মতো করেই একটা পুজোর আয়োজন করা বেশ কঠিন বিষয়। আর সেই কঠিন বিষয়টির চ্যালেঞ্জ নিয়েই আরবসাগরের তীরে মুম্বইতে সাড়ম্বরে পালিত হয় লোখন্ডওয়ালার দুর্গাপুজো। পুজোর উদ্যোক্তা স্বয়ং বলিউড গায়ক অভিজিত।

[আরও পড়ুন:মুম্বইয়ের লোখন্ডওয়ালায় জমজমাট পুজোর আসর, ভিডিও পোস্ট উদ্যোক্তা অভিজিতের][আরও পড়ুন:মুম্বইয়ের লোখন্ডওয়ালায় জমজমাট পুজোর আসর, ভিডিও পোস্ট উদ্যোক্তা অভিজিতের]

পুজোর ইতিহাস

পুজোর ইতিহাস

১৯৯৬ সালে মুম্বইতে কয়েকজন বাঙালি মিলে এই পুজোর উদ্যোগ নেন। এরপর, সেই পুজো উদ্যোগে যোগ দেন বলিউডের বাঙালি গায়ক অভিজিত। তারপর থেকেই দিনে দিনে বেড়ে ওঠে এই পুোজর ঔজ্জ্বল্য।

পুজোর আন্তরিকতা

পুজোর আন্তরিকতা

উদ্যোক্তা অভিজিত বাদে এই পুজোর অন্যতম আকর্ষণ বলতে যদি কিছু বলা হয়, তা হল এখানে আন্তরিকভাবে পুজো আয়োজন করা হয়। এখানে বাঙালি পরম্পরা মেনে পুজো আয়োজন করা হয়ে থাকে প্রতি বছর।

পুজোর পাওনা

পুজোর পাওনা

এই পুজোতে সবচেয়ে বড় পাওনা হল, ৪০ জন ঢাকির সঙ্গে সমান তালে তাল মিলিয়ে গায়ক অভিজিতের ঢাক বাজানো। পুজোর দিনে ধুতি পাঞ্জাবিতে সেজে, গায়ক অভিজিত একবার অন্তত হাতে কাঠি নিয়ে ঢাক বাজাতে ভালোবাসেন। আর সেটাই এই পুজোর অন্যতম পাওনা ।

পুজোর ভোগ

পুজোর ভোগ

লোখন্ডওয়ালার পুজোতে প্রতিবছর ভোগের আয়োজন করা হয়। খিচুড়ি, লাবড়া , বেহুনী , চাটনী সহকারে এখানে ভোগ পরিবেশন হয়। সঙ্গে থাকে পায়েষ বা মিষ্টি। ফলে সবমিলিয়ে লোখন্ডওয়ালার পুজোতে রাজকীয়ভাবে আরাধনা করা হয় মায়ের।

English summary
Established in 1996, Lokhandwala Durga Puja became a husehold name in its first year itself. The Puja was started by a small number of Bengali families in and around the area of Lokhandwala, Mumbai and in its first year of inception established itself as the Best Puja in Mumbai. Under the stewardship of famous playback singer Abhijit Bhattacharya, the Puja has scaled unimaginable heights.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X