For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের করোনায় কাবু গোটা দেশ! থমকাবেনা অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, দাবি অর্থমন্ত্রকের রিপোর্টে

ফের করোনায় কাবু গোটা দেশ! থমকাবেনা অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, দাবি অর্থমন্ত্রকের রিপোর্টে

  • |
Google Oneindia Bengali News

ফের করোনায় কাবু গোটা দেশ। ইতিমধ্যেই দৈনিক সংক্রমণের নিরিখে অতীতের সমস্ত রেকর্ডও ভেঙে ফেলেছে ভারত। ছুঁয়ে ফেলেছে একদিনে ১ লক্ষ আক্রান্তের গণ্ডি। পাঁচ রাজ্যে ভোটের আবহেও উুঁকি দিচ্ছে লকডাউনের সম্ভাবনা। মহারাষ্ট্র, গুজরাত, কর্নাটকত একাধিক রাজ্যে শুরু হয়েছে আংশিক লকডাউন, জারি ১৪৪ ধারা। চলছে নাইট কার্ফু। এমতাবস্থায় দ্বিতীয় পর্বের করোনা সংক্রমণ রুখতে সর্বত ভাবে প্রস্তুত রয়েছে সরকার, এমনটাই জানাচ্ছে অর্থমন্ত্রকের রিপোর্ট।

ফের করোনায় কাবু গোটা দেশ! থমকাবেনা অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, দাবি অর্থমন্ত্রকের রিপোর্টে

এদিনে অর্থমন্ত্রকের তরফে জারি করা মাসিক রিপোর্টে বলা হয়েছে, “ ২০২০-২১ অর্থবর্ষেও ভারত ভয়াবহ মহামারীর সঙ্গে লড়াই করেছে। ঘুরেও দাঁড়িয়েছে। এই অর্থবর্ষেও করোনা ধাক্কা সামলাতে সর্বতোভাবে প্রস্তু রয়েছে ভারতীয় অর্থনীতি। গোটা দেশে নতুন করে করোনা সংক্রমণ মাথাচাড়া দিলেও ভারতীয় অর্থনীতির শ্রীবৃদ্ধির পথে তা বাধা হতে পারবে না। ” এমনকী গত বছর করোনা ধাক্কায় গোটা দেশে জিডিপি প্রবৃদ্ধিতে যে ধাক্কা দেখা গিয়েছিল, তা এবছর হবে না বলে মনে করছে কেন্দ্র।

অন্যদিকে সদ্য প্রকাশিত রিপোর্টেই মোদীর আত্মনির্ভর ভারত প্রকল্পেরও বিস্তর গুণগান গাওয়া হয়। এমনকী এই মিশনকে সামনে রেখে চলতি বছরের বাজেটে সরকারে যে সমস্ত প্রকল্প হাতে নিয়েছে তা করোনা ধাক্কা সামলে ভারতীয় অর্থনীতির বিজয়রথ এগিয়ে নিয়ে যেতে বিশেষ ভাবে সহায়ক হবে বলে মনে করছে সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, ইতমধ্যেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ১ কোটি ২৬ লক্ষের গণ্ডি। মারা গিয়েছেন ১ লক্ষ ৬৫ হাজারের বেশি মানুষ।

ভোটার ৯০, ভোট দিলেন ১৭১ জন! অসমে 'ভুতুড়ে ভোটারদের’ দৌরাত্ম্যে প্রশ্নের মুখে কমিশনের ভূমিকা ভোটার ৯০, ভোট দিলেন ১৭১ জন! অসমে 'ভুতুড়ে ভোটারদের’ দৌরাত্ম্যে প্রশ্নের মুখে কমিশনের ভূমিকা

English summary
Despite the increase in corona infection, the trend of economic growth in India will continue, the government claimed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X