For Quick Alerts
For Daily Alerts
ফের দিল্লিতে আগুন, কিরারি এলাকার আসবাবের বাজারে আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন
ফের দিল্লিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। এবার দিল্লির কিরারির আসবাবের বাজারে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

দু'দিন আগেই দিল্লির আনাজ মান্ডিতে সুটকেস তৈরির কারখানায় বিধ্বসংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে প্রায় ৪৩ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতেরা অধিকাংশ বিহার, উত্তর প্রদেশের বাসিন্দা। ভোর পাঁচটায় আগুন লেগেছিল। প্রায় শতাধিক শ্রমিক সেসময় সেখানে কাজ করছিলেন। অধিকংশেরই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিস
ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করা হয়েছে। তবে কী কারণে আগুন লেগেছিল তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।
Comments
English summary
Deshi Kirari market fire