For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তর-পূর্বের মনে জায়গা করেছেন মোদী, লোকসভা ভোটে ফুল ভোটাবে বিজেপি, বলছে সমীক্ষা

সমীক্ষা বলছে, আসন্ন লোকসভা ভোটে উত্তর পূর্বের সাতটি রাজ্য - অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরা মিলিয়ে মোট ২৫টি আসনের মধ্যে বিজেপি তথা এনডিএ ১৮টি পেতে পারে।

  • |
Google Oneindia Bengali News

২০১৪ সালে লোকসভা ভোটে জিতে আসার পরই বিজেপি তথা নরেন্দ্র মোদীর স্লোগান ছিল, ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বের সরাসরি যোগসূত্র ঘটাবেন তিনি। উত্তর-পূর্বের মানুষ এদেশেরই বাসিন্দা, তাঁদের উন্নয়ন হলে তবেই সামগ্রিকভাবে দেশের উন্নয়ন হবে। ব্যস, এই কথাটুকুই যথেষ্ট ছিল। বারবার উত্তর-পূর্বের কখনও অরুণাচল প্রদেশ, কখনও অসম, কখনও ত্রিপুরা, কখনও বাকী রাজ্যগুলিতে গিয়েছেন মোদী। সেটার ফল হাতেনাতে পেয়েছে বিজেপি।

উত্তর-পূর্বে লোকসভা ভোটে ফুল ভোটাবে বিজেপি, বলছে সমীক্ষা

একে একে ভোট হয়েছে, আর কখনও অরুণাচল প্রদেশ, কখনও অসম, কখনও ত্রিপুরা একের পর এক দুর্গম শৃঙ্গ মোদী জয় করে দেখিয়েছেন। উত্তর-পূর্বের সঙ্গে যোগাযোগ ভালো করতে কখনও কলকাতার সঙ্গে তো কখনও সরাসরি দিল্লির সঙ্গে রেল যোগাযোগ স্থাপন করিয়েছেন। বারবার উন্নয়নের বার্তা দিয়েছেন। ফলে আগামী লোকসভা ভোটের যে সমীক্ষা এবিপি নিউজ ও সি ভোটার করেছে তাতে বিজেপির সাফল্যের কথাই উঠে এসেছে।

এই এলাকাগুলি পাঁচ-ছয় দশক ধরে কংগ্রেস শাসন করেছে। স্থানীয় কিছু দল ক্ষমতা পেলেও সবচেয়ে বড় দল ছিল কংগ্রেসই। তবে সামগ্রিকভাবে এই অঞ্চল অনেক পিছিয়ে। দরিদ্র, আদিবাসী ও সংখ্যালঘু শ্রেণির মানুষের মন তাই বিজেপির দিকে রয়েছে।

সমীক্ষা বলছে, আসন্ন লোকসভা ভোটে উত্তর পূর্বের সাতটি রাজ্য - অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরা মিলিয়ে মোট ২৫টি আসনের মধ্যে বিজেপি তথা এনডিএ ১৮টি পেতে পারে। ইউপিএ পেতে পারে ৬টি আসন। অন্যান্যরা পেতে পারে ১টি আসন। ফলে বোঝাই যাচ্ছে, ২০১৪ সালের চেয়ে এই অংশে বিজেপি অনেক ভালো ফলাফল করবে। আর কংগ্রেসের ফলাফল ঠিক ততটাই খারাপ হবে।

English summary
Desh ka mood : Modi wave will sweep in North-East India, Congress loose heavily
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X