For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট হলেই ওড়িশা দখল করবে বিজেপি, হারার মুখে বিজেডি, বলছে সমীক্ষা

আগামী লোকসভা ভোটে ওড়িশায় ব্যাপক হারে আসন পেতে চলেছে ভারতীয় জনতা পার্টি্।

  • |
Google Oneindia Bengali News

আগামী লোকসভা ভোটে ওড়িশায় ব্যাপক হারে আসন পেতে চলেছে ভারতীয় জনতা পার্টি্। রাজ্যের ক্ষমতাসীন দল বিজেডি-র উপরে মানুষ ক্ষুব্ধ। সেই সুযোগকে কাজে লাগিয়ে রাজ্যে হাওয়া নিজেদের পালে ঘুরিয়ে নিয়েছে অমিত শাহের বিজেপি। ফলে ওড়িশায় এখন অ্যাডভান্টেজ বিজেপির।

ভোট হলেই ওড়িশা দখল করবে বিজেপি, হারার মুখে বিজেডি

এবিপি নিউজ ও সি ভোটারের সমীক্ষা বলছে, ওড়িশায় ২১টি আসনের মধ্যে এই মুহূর্তে যা রাজনৈতিক পটচিত্র তাতে আগামী লোকসভা ভোটে বিজেপি ১৩টি আসন পেতে পারে। বিজেডি পেতে পারে ৬টি আসন। আর কংগ্রেস পেতে পারে ২টি আসন।

২০১৪ সালে লোকসভা ভোটে সারা দেশে মোদী ঝড়ের মধ্যেও ওড়িশায় ২১টি আসনের মধ্যে বিজেপি ১টিমাত্র আসন পেয়েছিল। বাকী ২০টি আসনই পেয়েছিল বিজু পট্টনায়েকের দল। আর এবার সেই ফলাফল একেবারে উল্টে যেতে পারে।

ঘটনা হল, ওড়িশায় বিজেডি সরকার দীর্ঘদিন শাসন করলেও দরিদ্র, আদিবাসী শ্রেণির জন্য তেমন কিছুই করেনি বলে বারবার বিরোধীরা অভিযোগ তুলে সরব হয়েছেন। বিজেডির বিরুদ্ধে সমাজের নিচুতলায় ক্ষোভও তৈরি হয়েছে। সেই জনরোষকেই কাজে লাগিয়ে বিজেপি গত কয়েকবছরে ওড়িশাবাসীর মনে জায়গা করে নিয়েছে।

তার সঙ্গে কেন্দ্রের নানা সাফল্যের কথা সেরাজ্যে গিয়ে নানা মিটিংয়ে ফলাও করে অমিত শাহ-রা বলে এসেছেন। কিছু ইস্যুতে নবীন পট্টনায়েকের অবস্থানও কিছুটা আলগা ছিল। কেন্দ্র বিরোধিতায় সেভাবে তাঁকে পাওয়া যায়নি। তার উপরে রাজ্যের বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে নতুন করে উতসাহ দেখাচ্ছেন মানুষ। তাঁকে রাজ্যের মুখ্যমন্ত্রী করার প্রয়াস শুরু করে দিয়েছে বিজেপি। এই অবস্থায় বিজেডিকে সরিয়ে বিজেপির আশা সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।

English summary
Desh ka mood : BJP will overturn BJD rule in Odisha, says ABP C Voter survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X